সাভারে সেলফি পরিবহনের দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল কিশোরীর

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

সাভারে সেলফি পরিবহনের দুই বাসের রেষারেষিতে মোটরসাইকেল আরোহী এক কিশোরী নিহত হয়েছে। আজ শনিবার বেলা আড়াইটার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের কেন্দ্রীয় গো–প্রজনন ও দুগ্ধ খামারের ফটকের (ডেইরি গেট) সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ওই মোটরসাইকেলে থাকা আরও দুজন আহত হয়েছেন।

নিহত কিশোরীর নাম শিলা (১৬)। সে গাইবান্ধার পলাশবাড়ী থানার শিকরামপুর গ্রামের শফিকুল ইসলামের মেয়ে। আহত ব্যক্তিরা হলেন—শিলার মামা হযরত আলী ও তাঁর মেয়ে সুমাইয়া।

শোভন ইসলাম নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, ঢাকা-আরিচা মহাসড়কের ডেইরি গেটের পাশে পদচারী–সেতুর নিচে সেলফি পরিবহনের একটি বাস দাঁড়িয়ে যাত্রী তুলছিল। বাসটি ঢাকাগামী লেনের বাঁ দিকে খানিকটা জায়গা রেখে দাঁড়িয়ে ছিল। এদিকে হযরত আলী তাঁর মেয়ে সুমাইয়া ও ভাগ্নি শিলাকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। এ সময় পেছনে থাকা সেলফি পরিবহনের আরেকটি বাস দ্রুতগতিতে এসে আগের বাসের পাশের স্থানে ঢুকে পড়ে। এতে মোটরসাইকেলটি দুই বাসের মাঝে চাপা পড়ে। এ সময় বাসের নিচে চাপা পড়ে কিশোরী শিলা গুরুতর আহত হয়। এ ছাড়া হযরত আলী ও সুমাইয়া মোটরসাইকেল থেকে পড়ে আহত হন।

পরে স্থানীয় লোকজন আহত তিনজনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিলাকে মৃত ঘোষণা করেন।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক প্রথম আলোকে বলেন, দুর্ঘটনায় মারা যাওয়া কিশোরীর লাশ এনাম মেডিকেল কলেজের মর্গে আছে। বাস দুটি জব্দ করা হয়েছে। তবে যে চালক এটি ঘটিয়েছেন, তিনি দুর্ঘটনার পরই সটকে পড়েছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।