শ্লীলতাহানির চেষ্টার পর হুমকির অভিযোগ, কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

যৌন নিপীড়ন
প্রতীকী

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিজ ঘর থেকে এক কিশোরীর (১৬) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবার বলছে, কয়েক দিন আগে স্থানীয় এক তরুণ ঘরে ঢুকে ওই কিশোরীর শ্লীলতাহানির চেষ্টা চালান। বিষয়টি নিয়ে সালিসের পর প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করা হলে ওই তরুণের পরিবার ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দিয়ে আসছিল। বিষয়টি মানতে না পেরে ওই কিশোরী আত্মহত্যা করেছে।

আজ রোববার সকাল ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত তরুণের নাম নাঈম সরকার (২০)। তিনি একই এলাকার বাসিন্দা।

কিশোরীর মামা বলেন, তাঁর ভাগনি একটি প্যাকেজিং (ঠোঙা তৈরি) কারখানায় কাজ করত। তিন-চার দিন আগে পাশের বাড়ির বখাটে নাঈম সরকার ঘরে ঢুকে তার শ্লীলতাহানির চেষ্টা করেন। পরে বিষয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) স্থানীয় সদস্যকে জানানো হয়। তিনি বিষয়টি নিয়ে রাতে একটি সালিস বৈঠক করেন। কিন্তু বৈঠকে কোনো সমাধান না হওয়ায় ইউপি সদস্য আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন।
এর পর থেকে নাঈমের পরিবার আইনি পদক্ষেপ না নিতে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দিয়ে আসছিল। এমনকি বাড়ির বাইরে বের হলেই তারা নানাভাবে ভয়ভীতি দেখানো ও গালাগাল করত।

কিশোরীর মামা আরও বলেন, রোববার সকালে কাজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে নাঈম ও তাঁর পরিবারের সদস্যরা ওই কিশোরীকে অকথ্য ভাষায় গালাগাল ও অপমান করেন। অপমান সইতে না পেরে বাড়ি ফিরে ঘরের দরজা বন্ধ করে গলায় ওড়নায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।

এ বিষয়ে ইউপি সদস্য সোহরাব হোসেন বলেন, সালিসে সমাধান না হওয়ায় আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে বখাটের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। ইউএনও থানাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। ভূরঙ্গামারী থানা–পুলিশ তদন্তে গেলে বখাটে নাঈম, তাঁর মা–বাবাসহ একাধিক ব্যক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করেন। পরে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করে। এদিকে পুলিশ আসার কারণে নাঈম ও তাঁর আত্মীয়স্বজন ধর্ষণের হুমকি ও ভয়ভীতি দেখান। এসব কারণে সে আত্মহত্যা করে।

ঘটনাটি দুঃখজনক উল্লেখ করে ইউএনও দীপক কুমার দেব শর্মা বলেন, তিনি লিখিত অভিযোগ পাওয়ার পর ব্যবস্থা নিতে থানায় পাঠিয়েছিলেন।

এ ঘটনার পর নাঈম ও তাঁর পরিবারের সদস্যরা পলাতক। মুঠোফোন বন্ধ থাকায় তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, কিশোরীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রোববার দুপুরে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। কিশোরীর মা বাদী হয়ে বখাটে নাঈমসহ ৯ জনের নাম উল্লেখ করে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে একটি মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।