কক্সবাজারে কাল শুরু হচ্ছে আন্তর্জাতিক কবিতা মেলা
‘শান্তির পৃথিবীর চাই, শুদ্ধাচারী স্বদেশ চাই’ প্রতিপাদ্যে আগামীকাল শুক্রবার কক্সবাজারে তিন দিনব্যাপী আন্তর্জাতিক কবিতা মেলা-২০২২ শুরু হচ্ছে। মেলায় ভারত, চীন, মিয়ানমার, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের ৪০ বিদেশি কবি অংশ নিচ্ছেন।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে মেলার বিস্তারিত তুলে ধরেন মেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মোহাম্মদ নজিবুল ইসলাম।
মোহাম্মদ নজিবুল ইসলাম বলেন, বিশ্বব্যাপী শান্তির বার্তা দিতে তিন দিনের আন্তর্জাতিক কবিতা মেলার আয়োজন করা হয়েছে। মেলায় বিশ্বের বিভিন্ন দেশের ৪০ জন ছাড়াও বাংলাদেশের ১৭০ কবি অংশ নেবেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, শুক্রবার সকাল আটটায় কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে ঘোষণাপত্র পাঠের মধ্য দিয়ে কবিতা মেলার কর্মসূচি শুরু হবে। মেলার প্রথম দিন কবিতার সাম্পানযাত্রা করবে মহেশখালীর আদিনাথ মন্দিরে। সেখানে দুপুরে অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
বিকেলে শহরে ফিরে কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে কথামালা ও সাংস্কৃতিক উৎসবে অংশ নেবেন কবিরা। শনি ও রোববার—দুদিন চলবে কবিতা পাঠ, শান্তির প্রার্থনা, আবৃত্তি, নাটক, গান, ফানুস উত্তোলনসহ নানা কর্মসূচি। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদাসহ আরও অনেকে।
মেলা বাস্তবায়ন কমিটির সদস্যসচিব নুপা আলমের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশ রাইটার্স ক্লাবের সাধারণ সম্পাদক কবি দিলওয়ার চৌধুরী, মেলা বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক কবি আসিফ নূর, কবি আলম তৌহিদ, অন্তিক চক্রবর্তী, নিধু ঋষি, দীপক শর্মা প্রমুখ।