মাদারীপুর জেলা জামায়াতের আমির গ্রেপ্তার

মাদারীপুর জেলা জামায়াতের আমির আবদুস সোবাহান খান
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াত ইসলামী মাদারীপুর জেলা কমিটির আমির আবদুস সোবাহান খানকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে শহরের পুরানবাজার বড় মসজিদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মনিরুজ্জামান ফকির আজ শুক্রবার সকালে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।

আবদুস সোবাহান খানের বাড়ি মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নে। তিনি পরিবার নিয়ে মাদারীপুর পৌরসভার পুরানবাজার এলাকায় থাকেন। তিনি সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের চরনাচনা ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যক্ষ।

মাদারীপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, জামায়াতের আমিরকে থানায় আনা হয়েছে। তবে তাঁকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে, সে বিষয়ে এখনো কিছু বলা যাচ্ছে না। বিস্তারিত পরে জানানো হবে।

অবশ্য পুলিশের একটি সূত্র বলছে, জামায়াতের নেতা আবদুস সোবাহানের বিরুদ্ধে সদর থানায় নতুন কোনো মামলা হয়নি। তবে হামলা ও নাশকতার অভিযোগে আবদুস সোবাহান খানের বিরুদ্ধে আগের হওয়া কোনো একটি মামলায় জামিনের মেয়াদ শেষ হওয়ায় গ্রেপ্তার করেছে পুলিশ।