মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

নরসিংদীতে নিখোঁজের পরদিন হাড়িধোয়া নদী থেকে মামুন মিয়া (২২) নামের এক তরুণের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের আরশীনগর সেতুর নিচ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। বিষয়টি করিমপুর নৌ ফাঁড়ির ইনচার্জ ফরিদ উদ্দিন প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

নিহত মামুন মিয়া নরসিংদী সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের দাসপাড়া গ্রামের মোতালিব হোসেনের ছেলে। মানসিক অসুস্থতার কারণে তিনি বাড়িতেই থাকতেন। তিনি পড়াশোনাও করতেন না, কোনো উপার্জনেও যুক্ত ছিলেন না।

নৌ পুলিশ ও স্থানীয় লোকজন জানান, আজ সকালে আরশীনগর সেতু দিয়ে চলাচলরত কয়েকজন হাড়িধোয়া নদীতে একটি লাশ ভেসে থাকতে দেখেন। বিষয়টি নরসিংদী মডেল থানার পুলিশকে জানান তাঁরা। পরে থানার মাধ্যমে খবর পেয়ে করিমপুর নৌ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। লাশ উদ্ধারের পর তীরে তোলা হলে উপস্থিত স্থানীয় লোকজন তাঁকে চিনতে পারেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মামুনের লাশ শনাক্ত করেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

লাশ উদ্ধারের পর তীরে তোলা হলে উপস্থিত স্থানীয় লোকজন তাঁকে চিনতে পারেন।

নিহত মামুনের স্বজনেরা জানান, গতকাল বুধবার সন্ধ্যা সাতটার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি মামুন। তাঁরা ধারণা করছেন, কোনোভাবে হাড়িধোয়া নদীতে পড়ে গিয়েছিলেন মামুন। সাঁতার না জানায় আর তীরে উঠে আসতে পারেননি। মামুন মানসিকভাবে অসুস্থও ছিলেন।

মামুনের মামা বিল্লাল হোসেন বলেন, ‘এ ঘটনায় আমাদের কোনো অভিযোগ নেই। পরিবারের পক্ষ থেকে কোনো মামলাও করা হবে না। তাই আমরা চাইছি, বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হোক। এর জন্য আবেদন করা হচ্ছে।’

করিমপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফরিদ উদ্দিন জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তরের বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।