ধর্ম অবমাননার অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ফাইল ছবি

ইসলাম ধর্মের অবমাননা ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তি করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁকে বহিষ্কার করা হয়।

সাময়িক বহিষ্কার হওয়া ওই শিক্ষার্থীর নাম স্বপ্নীল মুখার্জী। তিনি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। স্বপ্নীল সনাতন বিদ্যার্থী সংসদের বাংলাদেশ শাখার প্রচার সম্পাদক। তাঁর গ্রামের বাড়ি যশোরের কেশবপুর উপজেলায়। কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট থেকেও তাঁকে বহিষ্কার করা হয়েছে।

ধর্ম অবমাননার অভিযোগে গতকাল বুধবার তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নোটিশ অনুযায়ী আজ বিকেল চারটার মধ্যে লিখিতভাবে জবাব দেওয়ার কথা ছিল তাঁর। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. আমিরুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, নির্ধারিত সময়ে নোটিশের জবাব না দেওয়ায় তাঁকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

স্বপ্নীলকে দেওয়া কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়, ইসলাম ধর্মের অবমাননা ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করার বিষয়ে আপনার (স্বপ্নীল) বিরুদ্ধে আনীত অভিযোগ তথ্য–উপাত্তের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কাছে প্রমাণিত হয়েছে। আপনার এ–জাতীয় আচরণ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শৃঙ্খলার সম্পূর্ণ পরিপন্থী।

কয়েক দিন আগে স্বপ্নীল মুখার্জীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে কটাক্ষ করে পোস্ট দেওয়ার অভিযোগ ওঠে। এর প্রতিবাদে গতকাল মানববন্ধন করে তাঁকে গ্রেপ্তার ও বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি জানান শিক্ষার্থীরা। এরই পরিপ্রেক্ষিতে গতকাল সন্ধ্যায় তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেয় কর্তৃপক্ষ। কিন্তু মানববন্ধনের পর থেকে ফেসবুক ও মুঠোফোন নম্বর বন্ধ করে দেন স্বপ্নীল। পরিবারের সদস্যরাও তাঁকে খুঁজে পাচ্ছেন না। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।