চাঁদাবাজি, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আঘাত করলে বিদায় হতে হবে: বিএনপি নেতা খালেদ
‘ভবিষ্যতে যারা চাঁদাবাজি করবে, যারা গুম–হত্যার সঙ্গে জড়িত থাকবে, যারা অন্যের জমি দখল করবে, যারা লুটতরাজ চালাবে, যারা সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আঘাত করবে, তাদেরও কিন্তু এই আওয়ামী লীগ সরকারের মতো বিদায় হতে হবে। এমন কাজ করবেন না, যাতে ভবিষ্যতে এমনভাবে আমাদেরও বিদায় হতে হয়।’
কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব আজ শুক্রবার দুপুরে এক দোয়া মাহফিলে নেতা-কর্মীদের উদ্দেশে এ কথা বলেছেন। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের মিলনায়তনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পৌর শহরের মেড্ডা ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠন এ দোয়া মাহফিলের আয়োজন করে।
দোয়া মাহফিলের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খালেদ হোসেন বলেন, ‘এই শোকসভার মাধ্যমে আমি আমার নেতাদের স্মরণ করিয়ে দিতে চাই, আওয়ামী লীগ যে ভুলটি করে ১৬ বছর ক্ষমতায় ছিল, তাদের প্রশাসনের শক্তি রন্ধ্রে রন্ধ্রে ছিল, সেই আওয়ামী লীগকে কিন্তু বিদায় হতে হয়েছে। সেই ভুলটি যাতে আমরা না করি, যাতে আমাদের বিদায় হতে হয়। সে ব্যাপারে আমি সবাইকে সতর্ক করে দিতে চাই।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি, আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা; সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য জহিরুল হক; সৎসঙ্গ বিহারের সাধারণ সম্পাদক স্বপন দেব; জেলা বিএনপির সাবেক সহসভাপতি শফিকুল ইসলাম ও গোলাম সারওয়ার; জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম খান ও সামসুজ্জামান চৌধুরী; জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ বি এম মমিনুল হক; শহর বিএনপির সাবেক আহ্বায়ক জসিম উদ্দিন; বিএনপি নেতা আলী আজম, মাইনুল ইসলাম; পৌর বিএনপির সভাপতি নজির উদ্দিন আহমেদ; সাধারণ সম্পাদক মিজানুর রহমান; ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম চৌধুরী; জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা ও সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ; জেলা শ্রমিক দলের সভাপতি হেফজুল বারী প্রমুখ।