সিলেটে চোরাই পথে আসা ১২ টন পেঁয়াজ জব্দ, গ্রেপ্তার ৪

সিলেট জেলার মানচিত্র

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ ভারত সীমান্ত দিয়ে চোরাই পথে আসা ১২ টনের বেশি পেঁয়াজ জব্দ করেছে। এ সময় জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে সিলেট-তামাবিল আঞ্চলিক মহাসড়কের দাসপাড়া চকগ্রাম এলাকায় অভিযান চালিয়ে এসব ভারতীয় পেঁয়াজ জব্দ করে পুলিশ।

আজ শনিবার পুলিশ এক বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানান। পুলিশ জানায়, দেশে দাম বাড়ার পর ভারত থেকে অবৈধ পথে সিলেটের সীমান্ত দিয়ে চিনি আসতে শুরু করে। চোরাচালান হয়ে আসা এ চিনিকে স্থানীয় ভাষায় বলা হয় ‘বুঙ্গার চিনি’। এবার চিনির সে পথ ধরে আসছে বুঙ্গার পেঁয়াজ।

সিলেট মহানগর পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের সদস্যরা দাসপাড়া চকগ্রাম এলাকায় অভিযান চালায়। এ সময় তাঁরা একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে। এতে ২৫৬ বস্তা পেঁয়াজ জব্দ করা হয়। ওই বস্তাগুলোয় ১২ হাজার ২৮৮ কেজি পেঁয়াজ ছিল, যার আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ২৮ হাজার টাকা।

এ সময় পেঁয়াজ চোরাকারবারের অভিযোগে কাভার্ড ভ্যানের সঙ্গে থাকা চারজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তাঁরা হলেন, কাভার্ড ভ্যানের চালক যশোরের বুরুজবান গ্রামের মো. খায়রুজ্জামান (৩০) ও মো. সাগর ইকবাল (২০), সিলেটের জৈন্তাপুর হরিপুর চাঁনঘাট গ্রামের নাইম আহমদ (২০), গোয়াইনঘাটের আসামপাড়া গ্রামের মো. আশিকুর রহমান (২৮)। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গতকাল শুক্রবার সিলেটের শাহপরাণ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

থানা-পুলিশ জানায়, সিলেট মহানগর এলাকায় এর আগে একাধিক অভিযানে ভারত থেকে অবৈধ পথে আসা চিনির চালান আটক করেছে। তবে সম্প্রতি চিনির পাশাপাশি ভারত থেকে পেঁয়াজ আসা শুরু করেছে। এটি রুখতে পুলিশ তৎপর রয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মামলার পর চারজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। জব্দকৃত মালামালের বিষয়ে আদালতের নির্দেশনা চাওয়া হয়েছে।