সিলেটে জাতীয় পার্টির নির্বাচনী সভায় অংশ নেওয়ায় বিএনপি নেতাকে বহিষ্কার

সিলেট জেলার মানচিত্র

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটে জাতীয় পার্টির এক প্রার্থীর নির্বাচনী সভায় অংশ নেওয়ার অভিযোগে বিএনপির এক নেতাকে সাময়িক বহিষ্কার করেছে জেলা কমিটি। রোববার রাত নয়টার দিকে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী।

বহিষ্কার হওয়া ওই নেতার নাম কছির আলী। তিনি সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়ন বিএনপির সভাপতি।

জেলা বিএনপি জানিয়েছে, কছির আলী সম্প্রতি সিলেট-৬ (বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ) আসনের জাতীয় পার্টির প্রার্থী সেলিম উদ্দিনের নির্বাচনী সভায় অংশ নেন। এ জন্য তাঁকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। তবে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে তিন দিনের মধ্যে তাঁকে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

সাময়িক বহিষ্কারের চিঠিতে স্বাক্ষর করেছেন জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী। চিঠিতে বলা হয়, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গের কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে এবং স্বৈরাচারের দোসর একটি দলের তথাকথিত নির্বাচনী সভায় অংশগ্রহণ করার অপরাধে আপনাকে (কছির আলী) বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী দলের সব পর্যায়ের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হলো।’