বন্যার পানিতে মাছ ধরতে নেমে নিখোঁজ, পাঁচ ঘণ্টা পর লাশ উদ্ধার

সিলেটের জকিগঞ্জে বাঁধ উপচে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হচ্ছেফাইল ছবি

সিলেটের জকিগঞ্জ উপজেলায় বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন আবদুল হালিম (৫৫) নামের এক ব্যক্তি। নিখোঁজের পাঁচ ঘণ্টা পর বুধবার বেলা দুইটার দিকে উপজেলার শাহবাগ মুহিদপুর এলাকায় তাঁর লাশ ভেসে ওঠে।

এর আগে সকাল ৯টায় বাড়ির পাশে বন্যার পানিতে মাছ ধরতে নেমে তীব্র স্রোতে ভেসে যান হালিম। পরে শাহবাগ মুহিদপুর এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত হালিমের বাড়ি উপজেলার বারহাল ইউনিয়নের মুহিদপুর গ্রামে। পেশায় পিকআপচালক হালিমের নিখোঁজের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। লাশ উদ্ধারের পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয় পুলিশ।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চৌধুরী প্রথম আলোকে বলেন, বন্যার পানিতে মাছ শিকার করতে নেমে স্রোতে ভেসে গিয়ে হালিম নিখোঁজ হন। পরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।

এর আগে গত ২৯ মে ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটে বন্যা দেখা দেয়। ৮ জুনের পর থেকে বন্যা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসে। সর্বশেষ গত সোমবার শুরু হওয়া অবিরাম বৃষ্টিতে আবার জেলায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে।