কালীগঞ্জে রেলসেতুর নিচে পড়ে ছিল অজ্ঞাতপরিচয় যুবকের লাশ

মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

গাজীপুরের কালীগঞ্জে রেলসেতুর নিচ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার দেওপাড়া এলাকার ঘোড়াশাল রেলসেতুর নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় লোকজন জানান, পথচারীরা ঘোড়াশাল রেলসেতুর নিচে বালুতে কিছু একটা পড়ে থাকতে দেখেন। কাছে গিয়ে দেখতে পান এক ব্যক্তির লাশ। লাশের গায়ে ফিরোজা রঙের ফুলহাতা গেঞ্জি ও গাঢ় নীল রঙের ট্রাউজার। এ ছাড়া তাঁর পায়ে আঘাতের চিহ্ন দেখা গেছে। স্থানীয় লোকজনের ধারণা, ট্রেন থেকে পড়ে গিয়ে ওই যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে। বিষয়টি তাঁরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানান। পরে সকাল সাড়ে ১০টায় নরসিংদীর রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক জহিরুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, ঢাকা থেকে ছেড়ে আসা কোনো ট্রেন থেকে পড়ে যুবক বয়সী ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির ডান পায়ে, মাথা ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে। ট্রেন থেকে পড়ে যাওয়ার সময় হয়তো ওই ব্যক্তি আঘাত পেয়েছেন। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।