গণিত উৎসবে মেতেছে ময়মনসিংহের শিক্ষার্থীরা

শীত উপেক্ষা করেই ময়মনসিংহের শিক্ষার্থীরা যোগ দিয়েছে গণিত উৎসবে। আজ শুক্রবার সকালে বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে
ছবি: আনোয়ার হোসেন

ছুটির দিনের সকাল। তবু ময়মনসিংহের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ তখন শিক্ষার্থীদের পদচারণে মুখর। মাঘের শীত উপেক্ষা করেই শিক্ষার্থীরা সেখানে হাজির হয়েছে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসবে অংশ নিতে। আজ শুক্রবার সকালে বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে গণিত উৎসবের ময়মনসিংহ আঞ্চলিক পর্বের উদ্বোধন করা হয়েছে।

ময়মনসিংহ পর্বের উদ্বোধন ঘোষণা করেন বিদ্যাময়ী বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা বেগম। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ডাচ্–বাংলা ব্যাংকের ময়মনসিংহ শাখার ব্যবস্থাপক মো. গোলাম কিবরিয়া, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক দিল আফরোজ সুলতানা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হুমায়ুন কবীর, ময়মনসিংহের পুলিশ লাইন্স উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, প্রথম আলোর ময়মনসিংহ প্রতিনিধি কামরান পারভেজ, ময়মনসিংহ বন্ধুসভার সভাপতি সুব্রত কুমার সিংহ প্রমুখ।

উদ্বোধনী পর্বে বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তার বলেন, ‘আজকে যারা গণিত উৎসবে অংশ নিচ্ছে, তারা একদিন পরিবার, সমাজ, রাষ্ট্র এমনকি বিশ্ব পরিচালনা করবে। সাহসিকতার সঙ্গে তাদের এগিয়ে যেতে হবে।’

ডাচ্–বাংলা ব্যাংকের ময়মনসিংহ শাখার ব্যবস্থাপক মো. গোলাম কিবরিয়া বলেন, ‘দীর্ঘদিন ধরে ডাচ্–বাংলা ব্যাংক গণিত উৎসবের সঙ্গে যুক্ত আছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। একসময় গণিত ছিল শিক্ষার্থীদের কাছে ভয়ের নাম। কিন্তু প্রতিবছর এই আনন্দ আয়োজনের মাধ্যমে গণিত এখন উৎসবের বিষয়ে পরিণত হয়েছে। বাংলাদেশের গুণীজনেরা শুরু থেকেই এ উৎসবের সঙ্গে যুক্ত থাকায় এটা সম্ভব হয়েছে।’

দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় দীর্ঘ বিরতির পর সশরীর গণিত উৎসব অনুষ্ঠিত হচ্ছে
ছবি: আনোয়ার হোসেন

উদ্বোধনী অনুষ্ঠানের পর শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেয়। আজ সকাল সাড়ে নয়টার দিকে উৎসবের মূল পর্ব শুরু হলেও এর আগে থেকেই শিক্ষার্থী ও অভিভাবকেরা বিদ্যাময়ীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় দীর্ঘ বিরতির পর সশরীর গণিত উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এ জন্য উৎসবে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস দেখা গেছে।

উদ্বোধনী পর্বে বন্ধুসভার সদস্যরা জাতীয় সংগীত পরিবেশন করেন। উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন ময়মনসিংহ বন্ধুসভার সাবেক সাধারণ সম্পাদক নাহিদ মণ্ডল।