গণতান্ত্রিক সরকার পরিবর্তনের একমাত্র পথ নির্বাচন: পরিকল্পনামন্ত্রী

টাঙ্গাইলে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। শনিবার সদর উপজেলার গালা আহসান উল্লাহ উচ্চ বিদ্যালয়ে
ছবি: প্রথম আলো

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘গণতান্ত্রিকভাবে সরকার পরিবর্তন করার একমাত্র পথ হলো নির্বাচন। আমরা আইনে বিশ্বাস করি, সংবিধানে বিশ্বাস করি, সর্বোপরি আমরা বিশ্বাস করি, এই দেশের দায়িত্বে জনগণ, তারা যাকে ইচ্ছা উচ্ছেদ করবে, যাকে ইচ্ছা ক্ষমতায় বসাবে।’

আজ শনিবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের একটি বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এম এ মান্নান আরও বলেন, ‘সরকার গায়ের জোরেও হটানো যায়, আমরাও হটিয়েছি। সেটা যখন কোনো ঔপনিবেশিক সরকার হয়, বিদেশি সরকার হয়। পাকিস্তান সরকারকে আমরা সংগ্রাম করে হটিয়েছি, এর দরকার ছিল। কিন্তু আইনের দ্বারা প্রতিষ্ঠিত সরকার, মানুষের ভোটে নির্বাচিত সরকার হটানোর মতো ফৌজদারি অপরাধ কেউ করবে না।’

এর আগে স্থানীয় আহসান উল্লাহ উচ্চবিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. আজহার আলী তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। প্রধান বক্তা ছিলেন টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. আতাউল গনি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল সদর উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনছারী প্রমুখ।