কর্ণফুলীতে ডুবে যাওয়া জাহাজের কেবিন থেকে দুজনের লাশ উদ্ধার

লাশ
প্রতীকী ছবি

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে জাহাজডুবির ঘটনায় নিখোঁজ আরও দুজনের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে ডুবে যাওয়া ওই জাহাজের কেবিন থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। এ নিয়ে জাহাজডুবির ঘটনায় আটজনের প্রাণহানি হলো।

আজ সকালে জাহাজের নাবিক মো. রাকিবের বাবা আবদুল মোতালেব ও জাহাজের কর্মচারী (গ্রিজার) প্রদীপ চৌধুরীর লাশ উদ্ধার করা হয়।

নৌ পুলিশ জানায়, ডুবে যাওয়া জাহাজটি উদ্ধার করে গতকাল শুক্রবার বিকেলের দিকে সদরঘাট–সংলগ্ন এলাকায় নিয়ে আসা হয়। এরপর আজ সকালে ওই জাহাজ কিছুটা আলগা করে ডুবুরিরা কেবিন থেকে আবদুল মোতালেব ও প্রদীপ চৌধুরীর লাশ বের করে আনেন।

১১ অক্টোবর রাতে কর্ণফুলী উপজেলার ইচ্ছানগরের সি রিসোর্স ঘাটের বয়া এলাকায় র‍্যাংকন ওশেনা কোম্পানির ‘এফবি মাগফেরাত’ নামের একটি মাছ ধরার জাহাজ ডকইয়ার্ডে মেরামতের জন্য ওঠানোর সময় ডুবে যায়। দুর্ঘটনায় ক্যাপ্টেনসহ সাতজন নিখোঁজ হন। এ ছাড়া দুর্ঘটনায় আহত আরেকজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরাম উল্লাহ বলেন, জাহাজডুবির ঘটনায় সাতজন নিখোঁজ ছিলেন। নিখোঁজ সবার লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একই ঘটনায় হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এ দুর্ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে। আজ সকালে উদ্ধার হওয়া লাশ দুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখান থেকে আইনি প্রক্রিয়া শেষ করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন