চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিদেশে বৃত্তি পাওয়া ১০২ জন শিক্ষক-শিক্ষার্থীকে সংবর্ধনা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিদেশে বৃত্তি পাওয়া একজনকে সম্মাননা স্মারক দিচ্ছেন সহউপাচার্য অধ্যাপক মো. কামাল উদ্দিন। আজ দুপুরেছবি: আয়োজকদের সৌজন্যে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষার জন্য বিদেশে বৃত্তি পাওয়া ১০২ শিক্ষক ও শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের পঞ্চম তলায় আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানের আয়োজক ছিল চিটাগং ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটি (সিইউআরএইচএস) ও অফিস ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নামের দুটি সংগঠন।

আয়োজকদের সূত্রে জানা যায়, সংবর্ধনা পাওয়া সবাই বিনা মূল্যে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন। তাঁদের বেশির ভাগই প্রাণরসায়ন, আণবিক জীববিজ্ঞান, জৈবপ্রযুক্তি, রসায়ন ও জিন প্রকৌশল নিয়ে পড়াশোনা ও গবেষণার কাজে বিদেশে যাচ্ছেন। এ ছাড়া একজন কমনওয়েলথ, চারজন ইরাসমাস মুন্ডাস, পাঁচজন জাপান নেক্সট, একজন যুক্তরাষ্ট্র ফুল ব্রাইট ও একজন অস্ট্রেলিয়ান সরকারি বৃত্তি পেয়েছেন।

সংবর্ধনার এই অনুষ্ঠানে অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক মোশাররফ হোসেন। অধ্যাপক মোশাররফ হোসেন, অধ্যাপক মাহবুব হাসান, অধ্যাপক বিশ্বজিৎ নাথকে গবেষণাপত্র প্রকাশের জন্য বিশেষ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে সিইউআরএইচএসের সমন্বয়ক অধ্যাপক আদনান মান্নান বলেন, ‘দেশের কাজের জন্য বিদেশি নয়, আমাদের নিজস্ব জনবল প্রস্তুত করে কাজে লাগাতে হবে। আস্থা ও সঠিক পরিকল্পনা থাকলে দেশ থেকেই আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখা সম্ভব।’

শিক্ষার্থীদের উদ্দেশে ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক অলক পাল বলেন, শিখতে হলে বিনয়ী হতে হবে। বিদেশে গিয়ে কোনো রাজনৈতিক মতাদর্শে জড়ানো উচিত নয়। নিজেকে একজন আন্তর্জাতিক গবেষক হিসেবে গড়ে তোলাই সবচেয়ে জরুরি।

বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ছড়িয়ে যাচ্ছে। আজ যেমন বিশ্ববিদ্যালয় ও দেশকে গর্বিত করছে, একদিন তারাই দেশে ফিরে দেশের উন্নয়নে ভূমিকা রাখবে।’

অফিস ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক মোহাম্মদ শাহাব উদ্দিন এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এতে আরও উপস্থিত ছিলেন নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক খাদিজা মিতু প্রমুখ।