অভয়নগরে গমবোঝাই ট্রাকচাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত

ট্রাকচাপায় দুমড়ে–মুচড়ে যাওয়া ইজিবাইক
ছবি: প্রথম আলো

যশোরের অভয়নগর উপজেলায় গমবোঝাই ট্রাকচাপায় ব্যাটারিচালিত ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। আজ রোববার বিকেলে উপজেলার প্রেমবাগ এলাকায় যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে ইজিবাইকের চালকসহ আরও সাতজন আহত হয়েছেন।

নিহত ব্যক্তিদের মধ্যে একজনের নাম–পরিচয় জানিয়েছে হাইওয়ে পুলিশ। তিনি হলেন যশোর সদর উপজেলার ঘুনী গ্রামের সৈয়দ মোল্যা (৬৫)। তবে নিহত অপর ব্যক্তির নাম–পরিচয় জানা যায়নি। তাঁর আনুমানিক বয়স ৬৫।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে নওয়াপাড়া হাইওয়ে পুলিশ জানায়, আজ বিকেলে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া থেকে একটি ট্রাক গমবোঝাই করে যশোর-খুলনা মহাসড়ক দিয়ে যশোরের দিকে যাচ্ছিল। এ সময় আট যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত ইজিবাইক যশোর সদর উপজেলার বসুন্দিয়া মোড় থেকে একই মহাসড়ক দিয়ে নওয়াপাড়ার দিকে যাচ্ছিল। ইজিবাইকে একটি শিশুও ছিল। বেলা ৩টা ১০ মিনিটের দিকে ট্রাক ও ইজিবাইকটি অভয়নগর উপজেলার প্রেমবাগ এলাকার শাহিদা ফিলিং স্টেশনের সামনে পৌঁছায়। মহাসড়কটি দীর্ঘদিন ধরে উঁচু–নিচু হওয়ায় ট্রাকটি মহাসড়কের উল্টো দিকে এসে ব্যাটারিচালিত ইজিবাইককে চাপা দেয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলে দুজন নিহত হন। গুরুতর আহত হন ইজিবাইকের চালক আল আমিনসহ (২৬) অন্য ছয় যাত্রী।

নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হামিদ উদ্দিন আহমেদ বলেন, গমবোঝাই ট্রাক উল্টো দিকে এসে একটি ব্যাটারিচালিত ইজিবাইককে চাপা দিলে সৈয়দ মোল্যা এবং অজ্ঞাত এক ব্যক্তি ঘটনাস্থলে মারা যান। ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক ও চালকের সহকারী পালিয়ে গেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।