সাময়িক বরখাস্ত হওয়া অফিস সহায়ক জেনারুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ
ছবি: সংগৃহীত

প্রতারণার অভিযোগে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সাময়িক বরখাস্ত হওয়া অফিস সহায়ক জেনারুল হক ওরফে পিনুকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার সকালে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম।

গ্রেপ্তার জেনারুল হকের বাড়ি পীরগঞ্জ উপজেলার চককরিম গ্রামে।

ওসি আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, জেনারুল হকের নামে পীরগঞ্জ থানায় ১১টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা আছে। একটি মামলার রায় হয়েছে। জেনারুল পীরগঞ্জ উপজেলার কয়েক শ মানুষের কাছে বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি দেওয়ার নামে বিপুল টাকা হাতিয়ে নিয়েছেন। তিনি গা ঢাকা দিয়ে ছিলেন। ঘন ঘন স্থান পরিবর্তন করে ঢাকার বিভিন্ন স্থানে অবস্থান করছিলেন। পীরগঞ্জ থানার পুলিশ তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছিল। পরে র‍্যাব-৩-এর সহযোগিতা ঢাকার ডেমরা এলাকা থেকে গত শুক্রবার তাঁকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে আজ জেনারুলকে আদালতে পাঠানো হবে।

রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয় সূত্রে জানা যায়, অফিস সহায়ক জেনারুল হকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে। চূড়ান্ত প্রতিবেদন সম্পন্ন হলে আইন অনুযায়ী, চাকরিচ্যুতিসহ অন্যান্য শাস্তির জন্য সুপারিশ করা হবে।