আমি স্বাধীনতার পক্ষে ছিলাম, আছি, থাকব: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী
ফাইল ছবি

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, ‘আমি একজন স্বাধীনতাযোদ্ধা। আমি সব সময় স্বাধীনতার পক্ষে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। আমি নির্বাচন কমিশনকে বলেছিলাম, টাঙ্গাইলের বাসাইল পৌরসভার নির্বাচন যদি সুন্দর ও গ্রহণযোগ্য হয়, তাহলে আমরা সব কটি নির্বাচনে অংশগ্রহণ করব।’

টাঙ্গাইলের বাসাইল পৌর নির্বাচনের ফলাফল ঘোষণার পর বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের সিদ্দিকী এসব কথা বলেন। আওয়ামী লীগের সঙ্গে কোনো সমীকরণ হচ্ছে কি না, এমন এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন

বাসাইল পৌর নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের মেয়র প্রার্থী রাহাত হাসান ৪ হাজার ৭৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী বর্তমান মেয়র আবদুর রহিম আহমেদ পেয়েছেন ৪ হাজার ৬২১ ভোট। এ ছাড়া উপজেলা বিএনপির বহিষ্কৃত সভাপতি এনামুল করিম পেয়েছেন ৪ হাজার ৩৫৪ ভোট।

ফলাফল ঘোষণার পর কাদের সিদ্দিকী বলেন, ‘বাসাইলের নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে সবাই ভোট দিতে পেরেছেন। দুর্দান্ত প্রতিযোগিতা হয়েছে। আমি এতে খুশি। নির্বাচন কমিশনে আমরা গিয়েছিলাম গত ১৬ তারিখ। তারা কথা দিয়েছিল, সরকারের কোনো প্রভাব নির্বাচনে পড়বে না। আমার কাছে তাদের সেই ওয়াদা ভালো লেগেছিল। প্রধানমন্ত্রী আমাকে বলেছিলেন, “আমি নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন চাই।” আমাদের প্রার্থী রাহাত হাসান জয়ী হয়েছেন। যাঁরা তাঁকে ভোট দিয়েছেন, তিনি তাঁদের মেয়র হবেন। যাঁরা ভোট দেননি, তাঁদেরও মেয়রের দায়িত্ব পালন করবেন। আমরা আশা করব, বাসাইল শত বছরের পুরোনো উপজেলা-থানা। এটা একটি ঐতিহ্য স্থাপন করবে, একটি ইতিহাস স্থাপন করবে আগামী দিনের নির্বাচনে।’

কাদের সিদ্দিকী আরও বলেন, ‘আমি বাসাইলবাসীকে অভিনন্দন জানাই। তাঁরা যে যেখানেই ভোট দিয়ে থাকেন, তাঁরা বিজয়ী প্রার্থীকেই ভোট দিয়েছেন। বিজয়ী প্রার্থী তাঁদের জন্য সব সময় কাজ করবেন। আর যদি কাজ না করেন, আমরা এ ব্যাপারে জবাবদিহি করাব।’

এ সময় কাদের সিদ্দিকীর সঙ্গে কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতীকসহ দলের জেলা ও উপজেলার শাখার নেতারা উপস্থিত ছিলেন।