গোয়ালন্দ কেন্দ্রে প্রথম দুই ঘণ্টায় ভোট পড়েনি একটিও

রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তন ভোটকেন্দ্র বেলা ১১টার আগ পর্যন্ত এভাবে ফাঁকা ছিল
ছবি: প্রথম আলো

রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে গোয়ালন্দ উপজেলা ভোটকেন্দ্র আজ সোমবার সকাল নয়টায় ভোট গ্রহণ শুরু হলেও বেলা ১১টার আগ পর্যন্ত কেন্দ্র ফাঁকা ছিল। ১১টা ৫ মিনিটের দিকে প্রথম ভোট দিতে আসেন উপজেলার দেবগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সদস্যরা। এর আগের দুই ঘণ্টায় কেন্দ্রটিতে একটি ভোটও পড়েনি। গোয়ালন্দ পৌরসভাসহ উপজেলার চার ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ৬৮টি।

বেলা ১১টা ১০ মিনিটের দিকে গোয়ালন্দ উপজেলা ভোটকেন্দ্রে ভোট দেন দেবগ্রাম ইউপির প্যানেল চেয়ারম্যান আজাদ মোল্লা। তিনি প্রথম আলোকে বলেন, ‘এতক্ষণ আমাদের অনেক মূল্য ছিল। এই মাত্র ভোট প্রদানের পর থেকে তা কমে গেল। তবে প্রথম ভোট দিতে পেরে নিজের কাছে ভিআইপি, ভিআইপি মনে হচ্ছে। পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। বাকিটা আল্লাহ ভরসা।’

বেলা ১১টা ২০ মিনিটের দিকে ভোট দিতে আসেন উজানচর ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন মৃধার নেতৃত্বে ১৩ জন সদস্য। গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ৯টা থেকে ভোট গ্রহণের কার্যক্রম শুরু হয়। বেলা ২টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে।

গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তন ভোটকেন্দ্রে বেলা ১১টা ৫ মিনিটে ভোট দিতে আসেন দেবগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্যরা
ছবি: প্রথম আলো

কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আবদুল্লাহ আল মামুন জানান, সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হলেও প্রথম দুই ঘণ্টায় কোনো ভোট পড়েনি।

রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে পাঁচ উপজেলা, তিন পৌরসভাসহ ৪২টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ৫৯৮ জন। এতে চেয়ারম্যান পদে তিনজন, সংরক্ষিত নারী সদস্য পদে ৭ জন এবং ১৮ জন সাধারণ সদস্য প্রার্থীসহ মোট ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।