নিউমুরিং টার্মিনাল বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার প্রতিবাদে সপ্তাহব্যাপী কর্মসূচি
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বন্দর শাখা। আজ শনিবার এক বৈঠক থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বন্দর শাখার সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, কর্মসূচি শুরু হবে ১৯ মে। এদিন বাদ মাগরিব বন্দর এলাকায় মশালমিছিল কর্মসূচি পালন করা হবে। ২৪ মে সকাল ১০টায় বন্দর বয়েজ স্কুলের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল, পরদিন ২৫ মে সকাল ১০টায় বন্দর ভবনের সব ফটকে অবস্থান ধর্মঘট, ২৬ মে একই কর্মসূচি পালন করা হবে।
চট্টগ্রাম বন্দরের বৃহৎ এই টার্মিনাল আওয়ামী লীগ সরকারের আমলে সংযুক্ত আরব আমিরাতের বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে জিটুজি ভিত্তিতে দীর্ঘ মেয়াদে পরিচালনার ভার দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। বর্তমান অন্তর্বর্তী সরকার এটিকে এগিয়ে নিতে কাজ শুরু করেছে।
আন্দোলনকারীদের ভাষ্য, টার্মিনালে আধুনিক সব যন্ত্রপাতি আছে এবং ভালোভাবে চলছে। এর ফলে এই টার্মিনাল বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার বিপক্ষে তাঁরা। অন্যদিকে বন্দর কর্তৃপক্ষের ভাষ্য, বিদেশি অপারেটর নিয়োগ দেওয়া হলে প্রতিযোগিতার মাধ্যমে বন্দরের সেবার মান ও দক্ষতা বাড়বে এবং বড় অঙ্কের আর্থিক লাভ হবে।