ঝালকাঠিতে অর্ধগলিত লাশ উদ্ধার, নিখোঁজ অটোরিকশাচালকের বলে দাবি পরিবারের
ঝালকাঠির নলছিটিতে একটি ছিন্নভিন্ন অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার মগড় ইউনিয়নের রায়াপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশের গায়ের পোশাক ও জুতা দেখে এটি নিজাম হাওলাদার (৩৫) নামের নিখোঁজ এক ইজিবাইকচালকের লাশ বলে দাবি করেছে তাঁর পরিবার। তবে পরিচয় নিশ্চিত হতে ডিএনএ টেস্টের কথা জানিয়েছে পুলিশ।
নিখোঁজ নিজাম হাওলাদার রায়াপুর এলাকার মৃত মো. ছালাম হাওলাদারের ছেলে। তিনি গত ২৯ জানুয়ারি থেকে নিখোঁজ। তাঁর ছোট ভাই আরিফ হাওলাদার জানান, তাঁর ভাই গত ২৯ জানুয়ারি রাতে বরিশাল শহরের উদ্দেশে যাত্রী নিয়ে রওনা হন। এরপর আর বাড়ি ফিরে আসেননি। নিখোঁজের পরদিন নলছিটি থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন তাঁরা।
পুলিশ ও এলাকাবাসী জানান, রায়াপুর মাধ্যমিক বিদ্যালয়-সংলগ্ন একটি মাঠে ছিন্নভিন্ন অর্ধগলিত লাশ দেখে পুলিশকে খবর দেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠায়। লাশের গায়ের পোশাক ও জুতা দেখে এটি নিখোঁজ ইজিবাইকচালক নিজাম হাওলাদারের লাশ বলে শনাক্ত করেন তাঁর স্বজনেরা।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুস ছালাম বলেন, ধারণা করা হচ্ছে, এটি নিখোঁজ অটোরিকশাচালক নিজাম হাওলাদারের লাশ। তবে ডিএনএ টেস্টের মাধ্যমে তাঁর পরিবারের দাবির ব্যাপারে পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।