ঢাকা-২ আসনে নৌকার মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা শাহীনের

কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ
ছবি: সংগৃহীত

ঢাকা-২ আসনে (কেরানীগঞ্জ মডেল থানা, সাভারের একাংশ ও কামরাঙ্গীরচর থানা) নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ।

আরও পড়ুন

গতকাল রোববার বিকেলে ঢাকা-২ আসনের নির্বাচনী কার্যালয় থেকে শাহীনের পক্ষ থেকে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ করেন তাঁর একান্ত সচিব তোফায়েল আহমেদ। বিষয়টি নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবদুল আজিজ।

স্বতন্ত্র প্রার্থী হওয়ার বিষয়টি স্বীকার করে আজ সোমবার বিকেলে শাহীন আহমেদ জানান, দুয়েকদিনের মধ্যেই তিনি উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করবেন।

প্রথম আলোকে শাহীন বলেন, ‘মূলত আমি নৌকা বিপক্ষে প্রার্থী হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দিয়েছেন ইচ্ছে করলে যেকেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। সে পরিপ্রেক্ষিতে সারা দেশে অনেক নেতারাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন অংশগণ করার সিদ্ধান্ত নিয়েছে। তাই ঢাকা–২ আসনের আমি লীগের তৃণমূল পর্যায় নেতা–কর্মীদের অনুরোধে আমিও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি।’

স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র তোলায় উচ্ছ্বসিত শাহীনের অনুসারীরা। শাহীন আহমেদকে জনবান্ধব ও কর্মীবান্ধব নেতা উল্লেখ করে তারানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন, শাহীনের হাত ধরে কেরানীগঞ্জের আওয়ামী লীগ শক্তিশালী হয়েছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শাহীন আহমেদ যোগ্য নেতা।

একই ভাষ্য শাক্তা ইউপির সাবেক চেয়ার‌ম্যান সালাউদ্দিন লিটনের। তিনি বলেন, ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শাহীন আহমেদের মতো স্মার্ট নেতা দরকার। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ আসন থেকে শাহীন আহমেদকে জনগণের সমর্থন নিয়ে নির্বাচনে বিজয়ী করব। শাহীনকে নৌকা প্রতীক দেওয়া হয়নি, তাতে কী হয়েছে। জনগণ শাহীন আহমেদের পক্ষে রয়েছে। আমরা নৌকার বিপক্ষে নই, মাঝির বিপক্ষে। আমরা মাঝিকে পরাজিত করে শাহীনকে জয়ের মালা পরাব।’

ঢাকা-২ আসনে চতুর্থবারের মতো দলীয় মনোনয়ন পাওয়ায় কামরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান আওয়ামী লীগের নেতা-কর্মীরা। সোমবার বিকেলে কেরানীগঞ্জের ঘাটারচর এলাকায় কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের কার্যালয়ে
ছবি: প্রথম আলো

উচ্ছ্বসিত কামরুল ইসলামের সমর্থকেরা

কেরানীগঞ্জ–২ আসনটিতে চতুর্থবারের মতো আওয়ামী লীগ প্রার্থী হিসেবে দলের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলামকে বেছে নিয়েছে। এবারও মনোনয়ন পাওয়ায় উচ্ছ্বসিত তাঁর অনুসারীরা। টানা তিনবারের এই সংসদ সদস্য আজ সোমবার বিকেলে কেরানীগঞ্জের ঘাটারচর এলাকায় কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গেলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান নেতা-কর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী, সহসভাপতি শফিউল আজম, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, রোহিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোলায়মান জামান, সাধারণ সম্পাদক সাঈদ সানজিব প্রমুখ।

ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শাক্তা ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, ‘চতুর্থবারের মতো ঢাকা-২ আসনে কামরুল ইসলামকে নৌকা প্রতীকে নির্বাচন করার সুযোগ দেওয়ায় এ আসনের জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবাই মিলে নৌকার মাঝির পক্ষে কাজ করে বিজয়ী করে আনব।’