পল্টনে পুলিশ হত্যা: চার আসামিকে গাজীপুর থেকে গ্রেপ্তার

পল্টনে পুলিশের সদস্য পারভেজ হত্যা মামলায় গ্রেপ্তার চার আসামিছবি: সংগৃহীত

রাজধানীর পল্টনে বিএনপির মহাসমাবেশের দিন পুলিশের সদস্য পারভেজ হত্যা মামলার চার আসামিকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা ঘটনার পর থেকে গাজীপুরের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেপ্তার করা হয় বলে আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সংবাদ সম্মেলন করে জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) ইব্রাহিম খান।

আরও পড়ুন

গ্রেপ্তার আসামিরা হলেন কিশোরগঞ্জের করিমগঞ্জের হাইধনখালী গ্রামের মো. ইমরান (২৪), শেরপুর সদরের চান্দের নগর গ্রামের মো. বাবুল মিয়া (৪২), বরিশাল এয়ারপোর্ট থানার বকশীচর গ্রামের মো. মনির হোসেন (২৮) ও কুমিল্লার মুরাদনগর থানার জানগর গ্রামের জগদীশ চন্দ্রের ছেলে বাদল দাস (৬০)।

আরও পড়ুন

উপকমিশনার ইব্রাহিম খান বলেন, তাঁরা জানতে পারেন যে পল্টন এলাকায় পুলিশ হত্যা মামলার আসামি গাজীপুর সদর থানার লক্ষীপুরা এলাকায় আত্মগোপনে আছেন। গতকাল মঙ্গলবার রাতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অভিযান পরিচালনা করে আত্মগোপনে থাকা আসামি ইমরানকে গ্রেপ্তার করেন তাঁরা। পরে গ্রেপ্তার ইমরান জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, তিনি গত ২৮ আগস্ট পল্টনে পুলিশ সদস্যদের ওপর হামলার সঙ্গে সরাসরি জড়িত। পুলিশ কনস্টেবল পারভেজ হত্যার পর তিনিসহ অন্যরা গ্রেপ্তারের ভয়ে গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেন।

আরও পড়ুন

পরে ইমরানের দেওয়া তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় এ মামলার অপর তিন আসামি বাবুল মিয়া, মো. মনির হোসেন, বাদল দাসকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বাবুল মিয়ার নেতৃত্বে পুলিশ সদস্যদের ওপর হামলা চালানো হয়।

আরও পড়ুন