সৈয়দপুরে ঘন কুয়াশায় উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর
ছবি: প্রথমআলো

ঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা করতে পারছে না। আজ মঙ্গলবার সকালে এ উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস।

সৈয়দপুর আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, গত রোববার রাত থেকে ঘন কুয়াশা পড়ছে। মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। বিকেল পর্যন্ত সূর্যের মুখ দেখা যাচ্ছে না। আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। শীত আরও বাড়বে বলে জানান তিনি।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বেলা ১টা ৩০ মিনিট পর্যন্ত সৈয়দপুরে বিমান উড্ডয়ন ও অবতরণ করেনি। ঘন কুয়াশার কারণে সকালের তিনটি ফ্লাইট ঢাকা থেকে ছেড়ে আসতে পারেনি। দুপুর পেরিয়ে গেলেও কুয়াশা সরে গিয়ে আকাশ পরিষ্কার হয়ে ওঠেনি। সকালে দৃষ্টিসীমা (ভিজিবিলিটি) ছিল মাত্র ৫০০ মিটার, যা বেলা দেড়টায় বেড়ে দাঁড়ায় ৭০০–তে। নিয়ম অনুযায়ী, রানওয়েতে দুই হাজার মিটার দৃষ্টিসীমায় ফ্লাইট ওঠানামা করতে পারে। বিকেল নাগাদ আকাশ পরিষ্কার হবে বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে।

সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ বলেন, আবহাওয়ায় বিমানের সিডিউলের কিছুটা বিপর্যয় হয়েছে। তবে কোনো ফ্লাইট বাতিল করা হয়নি। আবহাওয়া একটু ভালো হলে বিমান চলাচল স্বাভাবিক হবে।

উড়োজাহাজ ওঠানামা ব্যাহত হওয়ায় বিমানবন্দর লাউঞ্জে শতাধিক যাত্রী আটকা পড়ে আছেন। সকালে তাঁরা এসেছিলেন বিমান ধরতে। কিন্তু এসে দেখেন, সৈয়দপুর বিমানবন্দরের ল্যান্ডিং ট্যাক্সিওয়েতে কোনো বিমান নেই। ডোমারের এক যাত্রী সরাফত হোসেন বলেন, ‘দাপ্তরিক কাজে ঢাকা যেতে হচ্ছে। কিন্তু সৈয়দপুরে এসে দেখি বিমান নেই। তাই দুর্ভোগে পড়েছি।’ তাঁর মতো অনেক যাত্রী আটকে পড়েন বিমানবন্দরে।