কেশবপুরে জমির বিরোধে খুন হওয়া ব্যক্তির লাশ নিয়ে স্বজনদের মানববন্ধন

কেশবপুরে জমি নিয়ে বিরোধে খুন হওয়া ব্যক্তির স্বজনেরা লাশ নিয়ে মানববন্ধন করেছেন। রোববার বিকেলে কেশবপুর প্রেসক্লাবের সামনে
ছবি: প্রথম আলো

যশোরের কেশবপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে খুন হওয়া বৃদ্ধ মুনসুর আলীর লাশ নিয়ে স্বজনেরা ও এলাকাবাসী মানববন্ধন করেছেন। আজ রোববার কেশবপুরে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন তাঁরা।

এ সময় মুনসুর আলীকে হত্যার অভিযোগে হওয়া মামলার সব আসামিকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

আজ বিকেলে মুনসুর আলীর লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়নাতদন্ত শেষে কেশবপুর প্রেসক্লাবের সামনে আনা হয়। এ সময় নিহতের পরিবারের সদস্যরা ছাড়াও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এ সময় এলাকাবাসীর পক্ষে কাজী ওলিয়ার রহমান, মান্নান গাজী, কুদ্দুস গাজী, আবদুস সালাম, মামলার বাদী হাবিবুর রহমান বক্তব্য দেন। মানববন্ধনে নিহত মুনসুর আলীর মেয়ে ফাতেমা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মামলায় গ্রেপ্তার আসামি ইকতিয়ার প্রভাবশালী মানুষ। এ কারণে মামলা ভিন্ন খাতে নিয়ে যাওয়া হতে পারে। অপর আসামি মুশফিক আজাদ, রায়হান বিশ্বাস, মুক্তি বিশ্বাসকেও অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।

জমি নিয়ে বিরোধের জেরে গতকাল শনিবার কেশবপুর পৌরসভার আলতাপোল এলাকার ষাটোর্ধ্ব মুনসুর আলীকে মারধর করেন আসামি ইকতিয়ার ও তাঁর লোকজন। আহত অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। মামলা হলে সন্ধ্যায়ই ইকতিয়ার উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার ইকতিয়ারকে যশোর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

নিহতের স্বজনদের ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কার বিষয়ে জানতে চাইলে ওসি মফিজুর রহমান বলেন, ‘কে কী আশঙ্কা করলেন, এটা বিষয় নয়। পুলিশ একজন আসামিকে গ্রেপ্তার করেছে। আমাদের কাজ আমরা করে যাব।’