শ্রীপুরে উড়ালসড়ক থেকে পুলিশ বক্সের পাশে ককটেল নিক্ষেপ
গাজীপুরের শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা উড়ালসড়ক থেকে দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। নিক্ষেপ করা ককটেলগুলো অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা উড়ালসড়ক থেকে নিচে গাজীপুর জেলা পুলিশ বক্সের পাশে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। কালো স্কচটেপ প্যাঁচানো দুটি ককটেল বিস্ফোরিত হয়নি। তবে ককটেল নিক্ষেপের খবরে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ককটেল নিক্ষেপের খবরে মাওনা চৌরাস্তায় উপস্থিত হন শ্রীপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন। তিনি বলেন, বিএনপি-জামায়াতের লোকজন আসন্ন নির্বাচনের ক্ষতি করতেই এ ধরনের আগুন সন্ত্রাস করে যাচ্ছে। তারা ককটেল ও পেট্রলবোমা বিস্ফোরণে মতো ঘটনা ঘটাচ্ছে। জনগণকে সঙ্গে নিয়ে নাশকতাকারীদের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা হবে। ককটেল নিক্ষেপের খবরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন।
এর আগে সন্ধ্যা সাতটার দিকে একই সড়কের এমসি বাজার এলাকায় মশাল মিছিল থেকে আগুন দেওয়ার সময় একজনকে আটক করা হয়েছে। জাবের স্পিনিং মিলের সামনে অবরোধের সমর্থনে মশাল মিছিলটি করা হয়। ১৫ থেকে ২০ জনের ওই মিছিল থেকে গাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা করলে স্থানীয় লোকজন একজনকে আটক করে পুলিশে হাতে তুলে দেয়। এ বিষয়ে মশাল মিছিল ও ককটেল নিক্ষেপের বিষয়ে কথা বলতে সন্ধ্যা সাড়ে সাতটায় শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিমকে কল দিলে তিনি ধরেননি।