নোয়াখালীতে যুবলীগ নেতার গলাকাটা লাশ উদ্ধার

মোহাম্মদ রনি পলোয়ান
ছবি: সংগৃহীত

নোয়াখালীর চাটখিল উপজেলায় এক যুবলীগ নেতার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম মোহাম্মদ রনি পলোয়ান (৩২)। আজ শনিবার বেলা ১১টার দিকে চাটখিল পৌরসভার সুন্দলপুর এলাকার ফটিকবাড়ির বাগান থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ সময় লাশের পাশে পড়ে থাকা একটি দা, দুই জোড়া জুতা, একটি খাতা, সিগারেট ও কিছু তাস উদ্ধার করে পুলিশ।

রনি সুন্দলপুর গ্রামের পলোয়ানবাড়ির শাহজাহানের ছেলে এবং চাটখিল পৌরসভা যুবলীগের একাংশের সহসাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রনি পলোয়ান পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন। তাঁর বাড়ির পাশে দুই বাড়ি পরে ফটিকবাড়ি। আজ সকাল সাড়ে ছয়টার দিকে ওই বাড়ির এক নারী বাগানে রনির রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে চিৎকার করেন। তখন স্থানীয় লোকজন এগিয়ে এসে পুলিশে খবর দেন। পরে রনির পরিবারের সদস্যরা লাশ শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন প্রথম আলোকে বলেন, গতকাল শুক্রবার রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা রনি পলোয়ানকে গলা কেটে হত্যা করেছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে চাটখিল উপজেলা যুবলীগের একাংশের আহ্বায়ক মোহাম্মদ উল্লাহ প্রথম আলোকে বলেন, রনি পলোয়ান তাঁর অনুসারী ছিলেন। পূর্ববিরোধের জের ধরে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাঁকে নৃশংসভাবে হত্যা করেছে। তবে হত্যাকাণ্ডের সঙ্গে রাজনীতির কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি তাঁর।