সিলেট সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় নাগরিক আটক

হাতকড়াপ্রতীকী ছবি

সিলেট সীমান্তে ভারতীয় এক নাগরিককে অনুপ্রবেশের অভিযোগে আটক করা হয়েছে। গতকাল রোববার রাত ১১টার দিকে গোয়াইনঘাট উপজেলার সীমান্ত পিলার ১২৭২/৬-এস সংলগ্ন নতুন সংগ্রামপুঞ্জি এলাকা থেকে তাঁকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ওই যুবকের নাম ডাব্বর লাং (২৬)। তিনি ভারতের মেঘালয় রাজ্যের ইস্ট খাসিয়া হিল জেলার পানিয়াসাল থানার লাপালং গ্রামের জুবেং সুটিংয়ের ছেলে।

আরও পড়ুন

বিজিবির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৮ বিজিবির অধীন বিওপির নতুন সংগ্রামপুঞ্জি এলাকা থেকে ডাব্বরকে স্থানীয় জনগণের সহযোগিতায় আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ভারতীয় ওষুধ জব্দ করা হয়।

বিজিবির ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান বলেন, অনুপ্রবেশের অভিযোগে ডাব্বরকে আটক দেখানো হয়েছে। তাঁকে গোয়াইনঘাট থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

আরও পড়ুন

এর আগে গত শুক্রবার রাত পৌনে ১২টার দিকে গোয়াইনঘাট উপজেলার ভিতরগুল গ্রামের সবুজ মিয়া (২২) ও আগের দিন বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটে জৈন্তাপুর উপজেলার ঝিংগাবাড়ি গ্রামের মো. মারুফ মিয়ার (১৬) লাশ ভারতীয় সীমান্তের ভেতরে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।