তৃতীয় দফা অবরোধের প্রথম দিনে চট্টগ্রামে গাড়ি ভাঙচুর

চট্টগ্রামে অবরোধের সমর্থনে বিএনপির ঝটিকা মিছিল। আজ সকাল নয়টায়
সংগৃহীত

বিএনপির ডাকা তৃতীয় দফা অবরোধের প্রথম দিন আজ বুধবার চট্টগ্রামে একটি টেম্পো ভাঙচুর করা হয়েছে। তবে স্বাভাবিক রয়েছে যান চলাচল। গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ির সংখ্যা কম থাকলেও রিকশা এবং সিএনজিচালিত অটোরিকশা চলাচল করছে বেশি। স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচলও। তবে দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে।

এদিকে অবরোধের সমর্থনে নগরের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করেছেন বিএনপির নেতা-কর্মীরা। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ সূত্র জানায়, আজ সকাল সাতটার দিকে নগরের টাইগারপাস থেকে পাহাড়তলী আসার পথে যাত্রীবাহী একটি টেম্পোতে পাথর ছুড়ে মারা হয়।

এতে গাড়ির সামনের কাচ ভেঙে যায়। তবে কোনো হতাহত হয়নি। পাথর ছুড়ে মারার পর সড়কে টায়ারে আগুন জ্বালানোর চেষ্টা করা হয়। পুলিশ আসার খবর পেয়ে অবরোধকারীরা পালিয়ে যান। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা যায়নি।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবেল হাওলাদার আজ সকালে প্রথম আলোকে বলেন, খুলশী ও আকবরশাহ থানার সীমান্ত এলাকায় একটি টেম্পোতে পাথর ছুড়ে মারেন অবরোধকারীরা।

এদিকে অবরোধের সমর্থনে নগরের পূর্ব নাসিরাবাদ এলাকায় ঝটিকা মিছিল বের হয় সকালে। নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ আলমের নেতৃত্বে মিছিলে কিছুসংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। এ ছাড়া নগরের ডবলমুরিং, বাকলিয়া এলাকায়ও ঝটিকা মিছিল হয়।

তৃতীয় দফা অবরোধের প্রথম দিন আজ সকাল থেকে নগরের অক্সিজেন মোড়, মুরাদপুর, ওয়াসা মোড়, নিউমার্কেটসহ বিভিন্ন স্থানে যান চলাচল করতে দেখা গেছে। কয়েকটি স্থানে যানজট ছিল। নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।