বরের বয়স ৪৫, কনের বয়স ১১, ছয় মাসের সাজা বরের

বাল্যবিবাহ
প্রতীকী ছবি

৪৫ বছর বয়সী বরের সঙ্গে বিয়ের আয়োজন করা হয়েছিল চতুর্থ শ্রেণি পড়ুয়া ১১ বছর বয়সী এক শিশুর। খবর পেয়ে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। বিয়ের আসর থেকে বরকে আটক করে দেওয়া হয় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড।

আজ বৃহস্পতিবার নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসির আরাফাত।

ছয় মাসের সাজাপ্রাপ্ত ওই ব্যক্তির নাম মো. আলাউদ্দিন। তিনি উপজেলার আমানউল্যাহপুর ইউনিয়নের উত্তর অভিরামপুর গ্রামের বাসিন্দা।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, পেশায় রাজমিস্ত্রি আলাউদ্দিন কর্মসূত্রে চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় বসবাস করেন।  সেখানে কক্সবাজার জেলার কুতুবদিয়া এলাকার চতুর্থ শ্রেণি পড়ুয়া ওই শিশুর বাবার সঙ্গে পরিচয় হয় তাঁর। পরিচয়ের সূত্র ধরে ওই শিশুর সঙ্গে আলাউদ্দিনের বিয়ের কথা পাকাপাকি হয়। আজ বেগমগঞ্জ উপজেলায় আলাউদ্দিনের বাড়িতে দুপুরে বিয়ের আয়োজন করা হয়েছিল।

বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ইউএনও পুলিশের একটি দলকে নিয়ে বিয়ে বাড়িতে হানা দেন। ঘটনাস্থলে বিয়ের আয়োজনের সত্যতা পান তিনি। এ সময় দোষ স্বীকার করায় মো. আলাউদ্দিনকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

ইউএনও মো. ইয়াসির আরাফাত প্রথম আলোকে বলেন, ১৮ বছরের আগে বিয়ে না দেওয়ার জন্য ওই শিশুর বাবাকে সতর্ক করে বর আলাউদ্দিনকে বিকেলে পুলিশের মাধ্যমে নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়েছে।