সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

নিহত আশিকুর রহমান
ছবি: সংগৃহীত

সাতক্ষীরার তালা উপজেলার শাকদাহ এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত ও দুজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত পৌনে নয়টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের শাকদাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আশিকুর রহমান (২৫)। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাজীরহাট এলাকার শামছুর রহমানের ছেলে। তিনি চায়ের দোকান চালাতেন।

আহত দুজন হলেন সাতক্ষীরা শহরের মাগুরা গ্রামের তৈয়বুর রহমানের ছেলে ইমন হোসেন (২২) ও একই গ্রামের মশিয়ার রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান (২৪)।

আশিকুরের মা তাসলিমা খাতুন বলেন, তাঁর ছেলে খালার (তাসলিমার বোন) বাড়িতে বেড়াতে বের হন গতকাল বেলা ১১টার দিকে। রাতে ওই বাড়ি থেকে বের হন আশিকুর। পরিবারের লোকজন রাত নয়টার দিকে তাঁর মৃত্যুসংবাদ জানতে পারেন। আশিকুরের স্ত্রী অন্তঃসত্ত্বা।

সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি মোস্তাফিজুর রহমান বলেন, আশিকুর তাঁর খালাতো ভাই। পারিবারিক আমন্ত্রণে তিনি তাঁদের বাড়িতে আসেন গতকাল দুপুরে। প্রথম রোজা শেষে তাঁরা একসঙ্গে ইফতার করেন। পরে তাঁরা তিনজন মোটরসাইকেলে করে তালা উপজেলার পাটকেলঘাটায় বেড়াতে যাচ্ছিলেন। পথে সাতক্ষীরা-খুলনা সড়কের নির্মিতব্য শাকদাহ সেতুর কাছে মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারালে সেটি সড়কের ওপর ছিটকে পড়ে। পরে স্থানীয় লোকজন তাঁদের দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আশিকুরকে মৃত ঘোষণা করেন।

তালা উপজেলার পাটকেলঘাটা থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ অধিকারী এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তির সুরতহাল প্রতিবেদন তৈরি করে আজ শনিবার সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্ত করা হবে।