দিনাজপুরে হাসপাতালের বারান্দা থেকে পড়ে রোগীর মৃত্যু

লাশ
প্রতীকী ছবি

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসাপাতালের চারতলার বারান্দা থেকে পড়ে আমিনা খাতুন (৭৫) নামের এক রোগীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল আটটার দিকে হাসপাতালের অস্ত্রোপচার ও মহিলা মেডিসিন ওয়ার্ডের মধ্যের ফাঁকা জায়গার নালার স্ল্যাপের ওপর থেকে ওই বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।

মারা যাওয়া আমিনা খাতুন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উত্তর শালন্দর (নয়াপাড়া) গ্রামের আফছার আলীর স্ত্রী।

আমিনা খাতুনের বড় ছে‌লে আফতাব আলী (৫৬) জানান, অসুস্থতার কারণে তাঁর মাকে (আমিনা খাতুন) ৫ সে‌প্টেম্বর হাসপাতা‌লে ভ‌র্তি করা‌ হয়। কিন্তু ওয়ার্ডে শয্যা না থাকায় তাঁর মাকে মে‌ডি‌সিন বিভা‌গের বারান্দার মে‌ঝে‌তে থাকার ব্যবস্থা করা হ‌য়। মায়ের সঙ্গে তি‌নি ও তাঁর স্ত্রী ছি‌লেন। গতকাল গভীর রাতে তাঁরা স্বামী-স্ত্রী ঘুমিয়ে পড়েন। দিবাগত রাত সা‌ড়ে ৩টায় বিছানায় মা‌কে দেখ‌তে না পে‌য়ে হাসপাতা‌লের বি‌ভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু ক‌রেন। প‌রে সকাল আটটার দিকে হাসপাতা‌লের নিচতলার নালার স্ল্যা‌পের ওপর তাঁর মায়ের লাশ পড়ে থাকতে দেখেন।

হাসপাতা‌লের সহকা‌রী প‌রিচালক সা‌রোয়ার আলম ব‌লেন, নিহ‌ত নারীর বয়স ৭৫ বছর। জ্বরসহ অন্যান্য বার্ধক্যজ‌নিত সমস্যা নি‌য়ে ভ‌র্তি হ‌য়ে‌ছি‌লেন। তি‌নি মান‌সিকভা‌বেও কিছুটা ভারসাম্যহীন ছি‌লেন। ধারণা করা হ‌চ্ছে, রা‌তের কোনো এক সময় বিছানা ছে‌ড়ে উঠে‌ছেন। হয়‌তো বারান্দা থেকে নিচের দি‌কে ঝুঁকে‌ছেন এবং প‌ড়ে গে‌ছেন। সকা‌লে বিষয়‌টি জানার সঙ্গে সঙ্গেই থানায় অবগত করা হ‌য়ে‌ছে। পু‌লিশ লাশ উদ্ধার ক‌রে সুরতহাল ক‌রে‌ছে।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ফরিদ জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে। এ ব্যাপা‌রে কোতোয়ালি থানায় এক‌টি অপমৃত্যু মামলা করা হ‌য়ে‌ছে।