রংপুরে আচরণবিধি লঙ্ঘন করে আওয়ামী লীগের প্রার্থীর মিছিল

রংপুরে আচরণবিধি লঙ্ঘন করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তুষার কান্তি মন্ডলের শোভাযাত্রা। মঙ্গলবার দুপুরে নগরের কাচারিবাজার এলাকায়
ছবি: প্রথম আলো

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে রংপুর-৩ (সদর-সিটি একাংশ) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তুষার কান্তি মণ্ডলের সমর্থনে মিছিল করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত সংসদীয় আসনের বিভিন্ন এলাকায় মিছিল করা হয়। মিছিলে তুষার কান্তি মণ্ডলও উপস্থিত ছিলেন।

সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার ১৪ (২) ধারায় বলা হয়েছে, তফসিল ঘোষণার পর নির্বাচনী এলাকায় বা অন্য কোথাও কোনো নিবন্ধিত রাজনৈতিক দল বা মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাঁদের পক্ষে অন্য কোনো ব্যক্তি নির্বাচনী কাজে সরকারি প্রচারযন্ত্রের ব্যবহার, সরকারি কর্মকর্তা বা কর্মচারীদের ব্যবহার বা সরকারি যানবাহন ব্যবহার করতে পারবেন না এবং রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ভোগ বা ব্যবহার করতে পারবেন না।

আওয়ামী লীগের প্রার্থী তুষার কান্তি মণ্ডল প্রথম আলোকে বলেন, ‘আমি ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে নামার পর রংপুরে আসি বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলেল শ্রদ্ধা জানাতে। আমার আগমন উপলক্ষে নেতা-কর্মীরা উচ্ছ্বসিত হয়ে আনন্দ করেছেন। এর বেশি কিছু হয়নি। পরবর্তী সময়ে আচরণবিধির বিষয়টি গুরুত্বসহকারে মেনে চলা হবে।’

দলীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ দুপুর ১২টায় ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে নেমে রংপুরে আসেন তুষার কান্তি মণ্ডল। নিজের নির্বাচনী এলাকায় প্রবেশের পর মোটরসাইকেলবহরসহ শত শত নেতা-কর্মী তাঁকে স্বাগত জানিয়ে মিছিল বের করেন। এ সময় মিছিল থেকে হাতমাইকে স্লোগান দেওয়া হয়। মিছিলে নৌকা প্রতীকও বহন করা হয়েছে। বেলা তিনটায় জিলা স্কুল মোড়ে দলীয় প্রার্থী তুষার কান্তি মণ্ডল বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন। সেখান থেকে একটি মিছিল তাঁর নির্বাচনী কার্যালয়ে যায়।

পুষ্পস্তবক অর্পণের পর তুষার কান্তি মণ্ডল বলেন, রংপুরের উন্নয়ন ত্বরান্বিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার তাঁকে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন দিয়েছেন। আসনটি বহু বছর ধরে তাদের (আওয়ামী লীগ) হাতছাড়া। এবার তাঁরা আসনটি পুনরুদ্ধার করবেন। ইতিমধ্যে নৌকার জোয়ার উঠেছে। তাঁরা বিজয় ছিনিয়ে আনবেন বলে তিনি দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন।

আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল্লাহ আল মোতাহসিম বলেন, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।

রংপুর-৩ (সদর) আসনের বর্তমান সংসদ সদস্য এরশাদপুত্র রাহগির আলমাহি ওরফে সাদ এরশাদ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থী হয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। এবার এ আসনে রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডলকে দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। অন্যদিকে সাদ এরশাদ মনোনয়ন পাননি। এ আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের।