রাজশাহীতে ভোররাতে সড়কে ব্যারিকেড দিয়ে যানবাহনে ‘ডাকাতির চেষ্টা’

গাড়ি থামালে টর্চলাইট ও অস্ত্র হাতে এগিয়ে আসতে দেখা যায় দুজন ব্যক্তিকেছবি: ভিডিও থেকে নেওয়া

রাজশাহীতে ভোররাতে সড়কে ব্যারিকেড দিয়ে যানবাহনে ডাকাতির চেষ্টা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার ভোর পৌনে চারটার দিকে রাজশাহীর পবা উপজেলার বাগসারা ও বাগধানীর মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি ভুক্তভোগী এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯- নম্বরে ফোন করে পুলিশকে জানিয়েছেন।

পুলিশ বলছে, তারা ৯৯৯-এ ফোন পাওয়ার পর থেকেই এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আটকের জন্য অভিযান চালাচ্ছে। পাশাপাশি ওই রাস্তায় নিরাপত্তা জোরদার করেছে।

ঘটনার বর্ণনা দিয়ে নওগাঁর নিয়ামতপুর উপজেলার নাকইল গ্রামের ব্যবসায়ী এনামুল হক বলেন, শুক্রবার রাতে ঢাকা থেকে একটি গাড়ি কিনে সেটি চালিয়ে গ্রামে যাচ্ছিলেন তিনি। পেছনে আরেকটি গাড়িতে তাঁর আত্মীয়স্বজনেরা ছিলেন। ফজরের আজান দিলে তাঁরা রাজশাহী থেকে নওগাঁর দিয়ে যাওয়া শুরু করেন। তখন রাস্তাঘাটে অন্যান্য গাড়িও চলছিল।

এনামুল হক বলেন, তানোর উপজেলার সীমানার মধ্যে ঢোকার একটু আগে তিনি দেখেন, সামনে কয়েকটি মাছবাহী মিনিট্রাক, পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশা দাঁড়িয়ে। তিনি ভেবেছিলেন সামনে যানজট লেগেছে। তাই ডান পাশ দিয়ে দাঁড়িয়ে থাকা গাড়িগুলোকে অতিক্রম করার চেষ্টা করেন। এ সময় কয়েকজন ব্যক্তি মুখোশ পরা অবস্থায় দেশীয় অস্ত্র নিয়ে তাঁর গাড়ি ঘিরে ধরে। তারা গাড়ির দরজা খোলার জন্য বলতে থাকে। কিন্তু তিনি দরজা না খুলে গাড়িকে পেছন দিকে নিতে থাকেন। এর মধ্যে পেছনে থাকা স্বজনদের প্রাইভেট কারটিও চলে আসে। একইভাবে এই প্রাইভেট কারের দরজা খোলার জন্যও বলে মুখোশধারীরা। ওই গাড়িটিরও দরজা না খুলে গাড়ি পেছনে ঘোরাতে থাকেন চালক। তখন ওই ব্যক্তিরা গাড়িতে হাঁসুয়া ও রামদা দিয়ে আঘাত করতে শুরু করেন। এই সময় তাঁর পেছনে থাকা গাড়ির গ্লাস ভেঙে দেওয়া হয়েছে। তাঁর নতুন প্রাইভেট কারও ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি সারাতে প্রায় দুই লাখ টাকা লাগবে বলে দাবি করেন তিনি।

এনামুল হক বলেন, তাঁরা বিষয়টি দ্রুত এক আত্মীয়কে জানান। সেই আত্মীয় ৯৯৯-এ ফোন করেন। এর মধ্যে তারা গাড়ি নিয়ে রাজশাহীর ওই আত্মীয়ে বাড়িতে চলে যান। পরে লোকজনসহ গিয়ে আর ওই ব্যক্তিদের পাননি। তবে রাস্তাটিতে একটি নিমগাছ কেটে ফেলে রাখা ছিল।

এ ঘটনায় এনামুল হক কয়েকটি ভিডিও ক্লিপ প্রথম আলোর প্রতিনিধিকে দিয়েছেন। এসব ভিডিও ক্লিপ দেখা যাচ্ছে, তাঁর গাড়ি ঘটনাস্থলে গেলেই দেশীয় অস্ত্র হাতে দুজন গাড়ির দিকে টর্চের লাইট মারেন। গাড়ি থামলে তারা সামনে এসে দাঁড়ায়। এনামুল যখন গাড়ি পেছনে নিচ্ছিলেন, তখনো তারা দুজন পেছন পেছন ধাওয়া করছিল।

এনামুল হকের আত্মীয় বায়া এলাকার বাসিন্দা আবদুল গণি প্রথম আলোকে বলেন, তাঁকে তাঁর মামা এনামুল হক ফোন করা মাত্রই তিনি ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশকে বিস্তারিত জানান। পরে পুলিশ ঘটনাস্থলে আসে। এ ঘটনায় পুলিশ তাঁদের সঙ্গে যোগাযোগ করছে বলে জানান তিনি।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী বলেন, ঘটনাটি সম্পর্কে তাঁরা জাননে। তবে এ ঘটনায় কেউ কোনো লিখিত অভিযোগ করেননি। পুলিশ চক্রটি ধরার জন্য অভিযান চালাচ্ছে। তিনি আরও বলেন, এর আগেও ওই এলাকায় এ ধরনের ঘটনা ঘটেছিল। একটি হত্যাকাণ্ডও হয়েছিল। সব বিষয় ধরে তাঁরা এগোচ্ছেন বলে জানান ওসি।