চেক মামলায় চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি গ্রেপ্তার

নাছির উদ্দিন দিদার

চট্টগ্রামের মিরসরাইয়ে চেকের মামলায় সাজাপ্রাপ্ত চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক লীগ সভাপতি নাছির উদ্দিন দিদারকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১০টায় নিজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ সদস্যরা। নাছির উদ্দিন দিদার মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের তাজপুর এলাকার বাসিন্দা।

জোরারগঞ্জ থানা পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার রাতে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট (এনআই) অ্যাক্টের একটি মামলায় সাজাপ্রাপ্ত আসামী নাছির উদ্দিনকে গ্রেপ্তার করতে তাঁর তাজপুর এলাকার বাড়িতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় পালিয়ে যেতে চেষ্টা করলে গোয়েন্দা পুলিশ সদস্যরা তাঁকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে জানতে চাইলে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লা আল হারুন প্রথম আলোকে বলেন, নাছির উদ্দিন দিদারের বিরুদ্ধে একটি চেক প্রতারণার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গতকাল মঙ্গলবার রাতে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে তাদের কার্যালয়ে নিয়ে গেছে।

নাছির উদ্দিন দিদার উপজেলা পরিষদ নির্বাচনে মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী (কাপ-পিরিচ) এনায়েত হোসেনের পক্ষে সক্রিয়ভাবে কাজ করছিলেন।