হাতিয়ায় ১২০০ লিটার চোরাই ডিজেল ও পাম তেল জব্দ
নোয়াখালীর হাতিয়া উপজেলায় কোস্টগার্ডের অভিযানে ১ হাজার ২০০ লিটার চোরাই ডিজেল ও পাম তেল জব্দ করা হয়েছে। আজ রোববার সকাল ছয়টার দিকে উপজেলার নলচিরা ঘাট থেকে এ তেল জব্দ করা হয়।
এ সময় চোরাই তেল কেনাবেচার সঙ্গে জড়িত ব্যক্তিদের কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা তেল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম হোসেনের কাছে হস্তান্তর করা হয়।
কোস্টগার্ডের হাতিয়া স্টেশনের কমান্ডার বাবুল আক্তার প্রথম আলোকে বলেন, আজ ভোরে হাতিয়ার নলচিরা ঘাটে চোরাই পথে আসা অবৈধ ডিজেল ও পাম তেল মজুত করার খবর পান তাঁরা। এরপর সকাল ছয়টার দিকে কোস্টগার্ডের একটি দল নিয়ে ঘাট এলাকায় অভিযানে যান তিনি। এ সময় ৮০০ লিটার চোরাই ডিজেল ও ৪০০ লিটার পাম তেল জব্দ করা হয়।
অভিযানের বিষয়টি টের পেয়ে চোরাই তেল কেনাবেচার সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যান জানিয়ে বাবুল আক্তার বলে, তাঁদের কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে কোস্টগার্ডের অনুসন্ধান অব্যাহত রয়েছে।