গাজীপুর নগরে রাস্তায় খেলার সময় নির্মাণাধীন একটি কারখানার সিলিন্ডার ছিটকে আঘাত পেয়ে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরের ইটাহাটা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুটির নাম আয়েশা সিদ্দীকা। সে গাজীপুর নগরের ইটাহাটা এলাকার বাসিন্দা রাশেদুল হকের মেয়ে।
আয়েশার দাদা মো. সোলায়মান হক বলেন, ‘আমার নাতিন রাস্তার পাশে খেলছিল। এমন সময় কারখানা থেকে সিলিন্ডার ছিটকে গিয়ে তার মুখে লেগে মারা গেছে।’
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, চান্দনা চৌরাস্তা এলাকার জয়নাল মিয়ার জমি ভাড়া নিয়ে কারখানা নির্মাণ করছিলেন এক ব্যক্তি। নির্মাণাধীন কারখানার জন্য অরক্ষিত অবস্থায় বড় একটি কমপ্রেসার মেশিন রাখা হয়েছে। এর সঙ্গে আরও পাঁচ থেকে ছয়টি গ্যাস সিলিন্ডার দাঁড় করিয়ে রাখা ছিল। আজ বেলা সাড়ে ১১টার দিকে কমপ্রেসার মেশিনের লাইন খুলে গিয়ে গ্যাসের একটি সিলিন্ডার ছিটকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শিশু আয়েশা সিদ্দীকার মুখে আঘাত লাগে। এতে সে গুরুতর আহত হয়। আশপাশের লোকজন আয়েশাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাজীপুর বাসন থানার উপপরিদর্শক নাজমুল হক বলেন, নির্মাণাধীন কারখানায় কাজের গাফিলতি ও অব্যবস্থাপনার কারণে সিলিন্ডার ছিটকে শিশুটির মুখে আঘাত লেগে সে মারা গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।