বিএনপি নেতার মায়ের নামে করা বিদ্যালয়ের ভবন উদ্বোধন করলেন জাপা চেয়ারম্যান

বিএনপির নেতার মা হাবিবা খাতুনের নামে স্থাপিত বিদ্যালয়ের নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। বুধবার দুপুর সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নে
ছবি: সংগৃহীত

বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলুর মায়ের নামে করা ‘হাবিবা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়ের’ নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন করেছেন লালমনিরহাট-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

আজ বুধবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বিদ্যালয়টির নতুন ভবন উদ্বোধন করেন।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য কানাই শর্মার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ। অনুষ্ঠানে জেলা জাতীয় পার্টির সদস্যসচিব জাহিদ হাসান, ঠিকাদার হারুন অর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন, একটি সুশিক্ষিত জাতি গঠনের জন্য শিক্ষায় নারীদের বিশেষ অগ্রাধিকার দিতে হবে। আধুনিক, প্রগতিশীল ও সচেতন নারী বলতে সুশিক্ষিত নারীকে বোঝায়। তিনি বলেন, বাল্যবিবাহ প্রতিরোধ করতে হলে মেয়েদের অবশ্যই নিয়মিত বিদ্যালয়ে পাঠাতে হবে। পাশাপাশি সামাজিক পরিবেশ-পরিস্থিতির ওপর শিক্ষক, অভিভাবক, সচেতন মহলের সার্বিক নজর রাখতে হবে।

জি এম কাদের বলেন, বড়বাড়ি ইউনিয়নের হাবিবা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়ের নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের কারণে বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশের উন্নয়ন হবে।