সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কেটে ফেলা চারটি গাছের স্থানে নতুন করে ২০টি ফলদ গাছের চারা রোপণ করা হয়েছে। শনিবার বিকেলে
ছবি: সংগৃহীত

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ দেখিয়ে চারটি গাছ কেটে ফেলার পর সেসব স্থানে নতুন করে ২০টি ফলদ চারা রোপণ করেছে কর্তৃপক্ষ। এগুলো হলো সাজনা, আম, কাঁঠাল ও জামগাছের চারা। আজ শনিবার বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এসব চারা রোপণ করা হয়।

এর আগে গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার-সংলগ্ন সড়কের পাশে থাকা ১২ থেকে ১৫ বছর বয়সী চারটি একাশিয়া গাছ কেটে ফেলা হয়। তবে এসব গাছ কাটার বিষয়ে বন বিভাগের কোনো মতামত নেওয়া হয়নি বলে বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্রে জানা গেছে।

আরও পড়ুন

বন বিভাগের অনুমতি ছাড়াই ‘ঝুঁকিপূর্ণ’ দাবি করে কেটে ফেলা হলো ৪টি গাছ

এ ঘটনায় গতকাল প্রথম আলোর অনলাইনে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নতুন করে গাছ লাগানোর উদ্যোগ নেয়।

বিশ্ববিদ্যালয়ের ভূসম্পত্তি রক্ষণাবেক্ষণ শাখার প্রধান এবং বন ও পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক রোমেল আহমেদ প্রথম আলোকে বলেন, ঝুঁকিপূর্ণ হওয়ায় জরুরিভিত্তিতে গাছগুলো কাটা হয়েছিল। তবে পরিবেশ সচেতনতার বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন করে এসব স্থানে আরও ২০টি ফলদ গাছের চারা রোপণ করা হয়েছে। নিয়মিত যত্ন ও পরিচর্যা করে এসব চারা বড় করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।