রংপুরে কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে অ্যাম্বুলেন্সে থাকা যাত্রীর মৃত্যু

দুর্ঘটনায় দুমড়–মুচড়ে যাওয়া অ্যাম্বুলেন্স। বুধবার রংপুরের মিঠাপুকুর উপজেলার জায়গীরহাট–সংলগ্ন এসএ অ্যাগ্রো ফিডস লিমিটেডের সামনে
ছবি: সংগৃহীত

রংপুরের মিঠাপুকুর উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কে অ্যাম্বুলেন্স ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি মারা গেছেন। নিহত ব্যক্তিকেই অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হচ্ছিল। এ ঘটনায় গুরুতর আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার জায়গীরহাট–সংলগ্ন এসএ অ্যাগ্রো ফিডস লিমিটেডের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত পলাশ ব্যানার্জী গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ধাপেরহাট গ্রামীন ব্যাংকের শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। অপর তিনজনের পরিচয় জানা সম্ভব হয়নি।

বড়দরগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ জানান, পলাশবাড়ী থেকে রোগীসহ একটি অ্যাম্বুলেন্স রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিল। মহাসড়কের জায়গীরহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী কাভার্ড ভ্যানের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সে থাকা পলাশ ব্যানার্জী মারা যান। অ্যাম্বুলেন্সের চালক ও রোগীর সঙ্গে থাকা দুজন গুরুতর আহত হন। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরপরই কাভার্ড ভ্যানচালক পালিয়ে যান।

ওসি আরও বলেন, ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। পলাতক কাভার্ড ভ্যানচালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় ময়নাতদন্ত ছাড়াই নিহত ব্যক্তির পরিবারের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।