ঝালকাঠির নলছিটিতে বাসের চাপায় ওষুধ কোম্পানির আঞ্চলিক ব্যবস্থাপক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠি জেলার নলছিটির দপদপিয়া চৌমাথায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন।
নিহত ওই ব্যক্তির নাম অসিম কুমার দাস (৫০)। তিনি বরিশাল র্যাংগস ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বরিশালের আঞ্চলিক ব্যবস্থাপক ছিলেন। অসিম কুমার দাস বাগেরহাট জেলার ফকিরহাট এলাকার তুষার কান্তি দাসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ দুপুরে অসিম কুমার দাস দপদপিয়া চৌমাথা এলাকার একটি ফার্মেসিতে ওষুধের ফরমাশ নিয়ে মোটরসাইকেলে সড়ক পারের সময় ঢাকাগামী একটি বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়।
এ ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখেন। এতে সড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বললে অবরোধ তুলে নেন তাঁরা।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতাউর রহমান বলেন, অসিত কুমারের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে। পরিবারের লোকজন এলে লাশটি হস্তান্তর করা হবে।