নবীন নাবিকেরা স্মার্ট বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে: নৌবাহিনীর প্রধান

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার শের-ই-বাংলা নৌঘাঁটিতে নবীন নাবিকদের কুচকাওয়াজ অনুষ্ঠানে বক্তব্য দেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান
ছবি: সংগৃহীত

নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, বাংলাদেশ সরকারের নীল অর্থনীতি, সমুদ্র সম্পদ সংরক্ষণ, সার্বভৌমত্ব রক্ষা ও সমুদ্র নিরাপত্তায় কার্যকরী ভূমিকা পালন করছে নৌবাহিনী। এ জন্য নৌবাহিনীকে আরও আধুনিক করতে কাজ করছে সরকার।

আজ শনিবার বেলা ১১টার সময় পটুয়াখালীর বানৌজা শের-ই-বাংলা নৌঘাঁটির প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত বাংলাদেশ নৌবাহিনীর ‘এ-২০২৪ ব্যাচ’–এর ৪৩৮ জন নবীন নাবিকের বুটক্যাম্প প্রশিক্ষণ শেষে শিক্ষা সমাপনী কুচকাওয়াজে এসব কথা বলেন নৌবাহিনীর প্রধান।

নবীন নাবিকদের উদ্দেশে এ সময় এম নাজমুল হাসান আরও বলেন, ‘জাতির পিতার আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে নবীন নাবিকেরা বংলাদেশের সমুদ্রসীমার নিরাপত্তা বিধানের পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে।’

এ সময় তিনি কুচকাওয়াজে অংশ নেওয়া নবীন নাবিকদের অভিবাদন গ্রহণ করেন। পরে তিনি কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী চার নবীন নাবিককে পুরস্কৃত করেন। শিক্ষা সমাপনী কুচকাওয়াজ শেষে নৌবাহিনীর প্রধান বানৌজা শের-ই-বাংলায় নবনির্মিত বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ পটুয়াখালীর উদ্বোধন করেন।

অনুষ্ঠানে পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এ বি এম রুহুল আমীন হাওলাদার, ৭ পদাতিক ডিভিশন ও বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের এরিয়া কমান্ডার মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লাসহ পটুয়াখালী, প্রশাসনের কর্মকর্তা, বরিশাল অঞ্চলের গণ্যমান্য ব্যক্তি, উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এবং নবীন নাবিকদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।