বিপন্ন বন্য প্রাণীদের তরে ‘মানবতার জন্য’

‘মানবতার জন্য’ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা বিপন্ন প্রাণীদের ভালোবাসার জন্য উদ্বুদ্ধ করছে সবাইকে।

চুয়াডাঙ্গার ৬২ আড়িয়া গ্রামে গাছের ডালে পাখির জন্য কৃত্রিম বাসা তৈরি করছেন শাহীন সরকারছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা সদর উপজেলার নেহালপুরে গত ২০ জানুয়ারি একটি মেছো বিড়ালের (বাগডাশ) ছানা লোকালয়ে এসে গ্রামবাসীর হাতে ধরা পড়ে। অনেকেই সেটিকে মেরে ফেলতে উদ্যোগী হন। খবর পেয়ে সেখানে ছুটে যান শাহীন সরকার (২৭) ও ‘মানবতার জন্য’ স্বেচ্ছাসেবী সংগঠনের একদল সদস্য। এরপর গ্রামবাসীর কাছ থেকে ছানাটিকে উদ্ধার করে তাঁরা প্রকৃতিতে ফিরিয়ে দেন।

গত পাঁচ বছরে তিন শতাধিক বিপদগ্রস্ত বিপন্ন প্রাণীকে উদ্ধার করে প্রকৃতিতে ফিরিয়ে দিয়েছেন মানবতার জন্য সংগঠনের সদস্যরা। যার মধ্যে গুইসাপ, খরগোশ, বাগডাশ, শিয়ালছানা, বনবিড়াল, বিভিন্ন প্রজাতির নির্বিষ সাপ, নেউল, অতিথি ও স্থানীয় প্রজাতির পাখি রয়েছে। এই সংগঠনের সদস্যরা বিপন্ন প্রাণীদের ভালোবাসার জন্য উদ্বুদ্ধ করছে সবাইকে।

সামাজিক বনাঞ্চল যশোরের (খুলনা বিভাগের ১০, প্রস্তাবিত পদ্মা বিভাগের ৫ ও পিরোজপুর জেলার দায়িত্বে) বন সংরক্ষক জহির আকন বলেন, সংগঠনটি স্কুল, কলেজ, মাদ্রাসা, ধর্মীয় প্রতিষ্ঠান গিয়ে সচেতনত তৈরি করছে। তাঁরা এই উদ্যোগকে স্বাগত জানান।

শাহীন বলেন, ‘এসব কাজে ফেসবুক পেজে বন্ধুরা তাৎক্ষণিক তথ্য দিয়ে নানাভাবে সহযোগিতা করে থাকেন। শুরুর দিকে গ্রামবাসীর অনেকেই বিরোধিতা করলেও বন্য প্রাণী রক্ষায় বর্তমানে পুরো গ্রামবাসী এখন এক কাতারে।’