বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের ‘নীরব’ প্রতিবাদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একদল শিক্ষার্থী ‘নীরব’ প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। আজ বুধবার বিকেলেছবি: প্রথম আলো

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে ‘নীরব’ প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একদল শিক্ষার্থী। আজ বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় বিভিন্ন সমস্যা লেখাসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করে বিভাগটির ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।

এ সময় শিক্ষার্থীদের হাতে প্ল্যাকার্ডে লেখা ছিল—‘দিনে রাতে হোঁচট খাই, ইটের রাস্তা ঢালাই চাই’, ‘মেডিকেলের মান উন্নয়ন চাই, প্যারাসিটামলে সমাধান নয়’, ‘লেজুড়বৃত্তির রাজনীতি ছাড়ো, শিক্ষার পথ আলোকিত করো’, ‘আঁধার নয় আলো হোক, ক্যাম্পাসজুড়ে আলো জ্বলুক’, ‘মানসিক স্বাস্থ্যে নয় ছাড়, সাইকিয়াট্রিস্ট চাই এবার’ এবং ‘বৈষম্যের বিরুদ্ধে, কলম হোক পরিবর্তনের হাতিয়ার’।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মো. রিপন বলেন, ‘বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর ১৪ বছর পার হলেও নানা সমস্যা এখনো শিক্ষার্থীদের ভোগাচ্ছে। শিক্ষার মান, পরিবেশ, যোগাযোগ, আবাসন, চিকিৎসা, শ্রেণিকক্ষসহ নানা সমস্যা প্রকট। আমরা শান্তিপূর্ণ নীরব কর্মসূচির মধ্য দিয়ে সেসব সমস্যাগুলো তুলে ধরেছি। আমরা আশা করি, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকার আমাদের সমস্যাগুলো সমাধানে কাজ করবে।’

শিক্ষার্থীদের এমন উদ্যোগকে ইতিবাচক বলে মন্তব্য করে এ কর্মসূচিতে সংহতি প্রকাশ করেছেন সমাজকর্ম বিভাগের প্রভাষক মোস্তাকিম রহমান। তিনি বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় ১৪ বছর পেরিয়ে গেলেও অবকাঠামোসহ নানা সংকটে এখনো পূর্ণাঙ্গতা পায়নি।

মোস্তাকিম রহমান বলেন, ‘আমার মনে হয়েছে, এসব সমস্যা প্রশাসন চাইলে সমাধান করতে পারে। আমার মনে হয়, সমস্যা সমাধানের ক্ষেত্রে প্রশাসন খুব বেশি আন্তরিক নয়। আমরা যেহেতু খুব বেশি প্রশাসনের সঙ্গে কথা বলার বা দেখা করার সুযোগ পাই না, তাই আজকে আমরা একটা নীরব প্রতিবাদের আয়োজন করলাম। যাতে এর মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন বা অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের এই সমস্যাগুলোর কথা পৌঁছায়।’