জয়পুরহাটে আমগাছে ফেরিওয়ালার হাত-পা বাঁধা ঝুলন্ত লাশ

ঝুলন্ত লাশ
প্রতীকী ছবি

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার একটি আমগাছে ফেরিওয়ালার হাত-পা বাঁধা ঝুলন্ত লাশ পাওয়া গেছে। আজ সোমবার সকালে উপজেলার তুলসীগঙ্গা নদীর মাদারতলী ঘাটের পশ্চিম পাশে একটি আমগাছ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পুলিশের ভাষ্য, এটি হত্যাকাণ্ড। হত্যার পর লাশ আমগাছে রশি দিয়ে ঝুলিয়ে রেখেছে দুর্বৃত্তরা।

লাশ উদ্ধার হওয়া ব্যক্তির নাম নরেশ রবিদাস (৪৭)। তিনি উপজেলার আওয়ালগাড়ী গ্রামের মৃত বিরেন রবিদাসের ছেলে। তিনি জুতা মেরামতের পাশাপাশি ফেরি করে বাচ্চাদের খেলনা বিক্রি করতেন।

পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, গতকাল রোববার আওয়ালগাড়ী গ্রামে মহান বিজয় দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়। নরেশ রবিদাস অনুষ্ঠানে বাচ্চাদের খেলনার দোকান দিয়েছিলেন। তিনি রাত ৮টার দিকে দোকান তুলে নিয়ে বাড়িতে যান। রাতের খাওয়া শেষে বাড়ির বাইরে আসেন। পরে রাতে আর বাড়িতে ফেরেননি। আজ সকালে মাঠে কাজ করতে যাওয়ার সময় লোকজন তুলসীগঙ্গা নদীর মাদারতলী ঘাট এলাকায় মাফলার দিয়ে হাত-পা বাঁধা নরেশ রবিদাসের লাশ আমগাছে ঝুলে থাকতে দেখেন। তাঁরা ঘটনাটি রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সিদ্দিকুর রহমানকে জানান। তিনি ঘটনাস্থলে গিয়ে থানা-পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থল থেকে নরেশ রবিদাসের ঝুলন্ত লাশ উদ্ধার করে।

রুকিন্দীপুর ইউপির সদস্য সিদ্দিকুর রহমান বলেন, নরেশ রবিদাস জুতা মেরামতের পাশাপাশি ফেরি করে বাচ্চাদের খেলনা বিক্রি করতেন। কারও সঙ্গে তাঁর শত্রুতা ছিল বলে মনে হয় না।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর রহমান প্রথম আলোকে বলেন, আমগাছ থেকে নরেশ রবিদাসের লাশ উদ্ধার করা হয়েছে। এটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশটি জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।