ঝালকাঠিতে নির্বাচন কার্যালয়ে ভোটার হতে এসে রোহিঙ্গা তরুণ গ্রেপ্তার

গ্রেপ্তার রোহিঙ্গা তরুণ নুরুল ইসলাম
ছবি: সংগৃহীত

ঝালকাঠির নলছিটি উপজেলা নির্বাচন কার্যালয়ে ভোটার তালিকায় নাম ওঠাতে আসা এক রোহিঙ্গা তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে তাঁকে আটক করা হয়। পরে পুলিশের করা অনুপ্রবেশের মামলায় তরুণকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তার রোহিঙ্গা তরুণের নাম নুরুল ইসলাম (২৩)। তিনি কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে থাকতেন।

পুলিশ জানায়, গতকাল বিকেল পাঁচটার দিকে রোহিঙ্গা তরুণ নুরুল ইসলাম নলছিটি উপজেলা নির্বাচন অফিসে এসে কিছু কাগজপত্র দিয়ে তাঁকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার অনুরোধ জানান। একপর্যায়ে তাঁর সঙ্গে কথা বলে উপজেলা নির্বাচন কর্মকর্তা এইচ এম গোলাম মোস্তফা নিশ্চিত হন যে তিনি রোহিঙ্গা। পরে জিজ্ঞাসাবাদে নুরুল ইসলাম বিষয়টি স্বীকার করেন। খবর পেয়ে পুলিশ এসে তাঁকে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় নলছিটি থানার সহকারী উপপরিদর্শক মো. নুরুজ্জামান বাদী হয়ে নুরুল ইসলামের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে মামলা করেন। সেই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তার রোহিঙ্গা তরুণ নুরুল ইসলাম জানিয়েছেন, গত পবিত্র রমজান মাসে তিনি কক্সবাজারের উখিয়া ক্যাম্প থেকে বের হন। পরে সাইফুল ইসলাম নামের একজনের মাধ্যমে নলছিটি উপজেলা নির্বাচন কার্যালয়ে এসে ভোটার হওয়ার চেষ্টা করছিলেন। এ জন্য তিনি নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল লতিফের স্বাক্ষরও জাল করেছিলেন।

গ্রেপ্তার রোহিঙ্গা তরুণকে আজ বুধবার ঝালকাঠি আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান।