বৈষম্যবিরোধী আন্দোলনে সর্বপ্রথম ব্যানার নিয়ে ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলাম আমরা: চরমোনাই পীর

পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি সমাবেশে আজ সোমবার প্রধান অতিথির বক্তব্য দেন দলটির আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমছবি: প্রথম আলো

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকার দেশের মানুষের স্বার্থ জলাঞ্জলি দিয়ে পাশের রাষ্ট্রকে (ভারত) খুশি করেছে। তারা গোপনে সব চুক্তি করেছে। ট্রানজিটের নামে করিডর দেওয়া হয়েছে। তাদের সুবিধার জন্য সবকিছু করা হয়েছে।

আজ সোমবার বিকেলে পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখা আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেপ্তার করে অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করা, তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলনের কলাপাড়া উপজেলা শাখার সভাপতি মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন দলের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মাদ মাহবুবুর রহমান, বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সিরাজুল ইসলাম। এ ছাড়া অন্যদের মধ্যে বক্তব্য দেন দলটির পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সহসভাপতি মো. সেলিম মিয়া, সাংগঠনিক সম্পাদক মাস্টার মো. আবদুল হাকিম, কলাপাড়া উপজেলা শাখার জ্যেষ্ঠ সহসভাপতি মো. মোস্তাফিজুর রহমান, সহসভাপতি জেড এম কাওসার, সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান ইউসুফ, মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন খান প্রমুখ।

সমাবেশে সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্ররা ন্যায্য দাবি আদায়ে যখন আওয়াজ তুলেছিল, তখন কেউ সাহস করে পাশে দাঁড়ায়নি। আমার নেতৃত্বে একমাত্র রাজনৈতিক দল হিসেবে সর্বপ্রথম ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্যানার নিয়ে ছাত্রদের পাশে রাস্তায় দাঁড়িয়েছিলাম।’

চরমোনাই পীর বলেন, ‘বিগত সরকার পাঠ্যবইয়ে নাস্তিকের থিওরি অন্তর্ভুক্ত করেছে। আমরা সব সময় এসবের প্রতিবাদ করেছি। আমরা যখন শান্তি প্রতিষ্ঠার জন্য মাঠে-ময়দানে কাজ করেছি, তখন আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে। ইসলামের সুফল কী তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার এখন সময় এসেছে।’ ইসলামী আন্দোলনের নেতা-কর্মীদের একত্র হয়ে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।