বিজয়নগরে দুই পোলিং এজেন্টসহ তিনজনের কারাদণ্ড

কারাগারপ্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ভোটকেন্দ্রে অনুপ্রবেশ ও মুঠোফোন নিয়ে কেন্দ্রে প্রবেশ করায় দুই পোলিং এজেন্টসহ তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে উপজেলার দুই কেন্দ্রে যান দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট। তাঁরা এই দণ্ড দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আউলিয়ানগর মোহাম্মদীয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে সকাল সাড়ে ১০টার দিকে মো. কাউসার মিয়া নামের এক ব্যক্তি ভোটার না হওয়া সত্ত্বেও ভোটকেন্দ্রে ঢোকেন। অনুপ্রবেশের অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁকে আটক করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মইনউদ্দিন খন্দকার বেলা পৌনে ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সৈয়দ মাহবুবুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ছতরপুর উচ্চবিদ্যালয় মহিলা ভোটকেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা ও পুলিশ সদস্যরা বারবার মুঠোফোন ব্যবহার করতে নিষেধ করেন। তারপরও দুই পোলিং এজেন্ট হারুন মিয়া (২৪) ও শাহানা বেগম (৫২) সঙ্গে মুঠোফোন রাখায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুজনকে তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন।