সিংড়ায় রামদা নিয়ে মিছিলের ঘটনায় কোনো ব্যবস্থা নেই

নাটোরের সিংড়ায় প্রকাশ্যে রামদা হাতে যুবলীগ নেতাদের মিছিল। গতকাল শুক্রবার দুপুরে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায়ছবি: ভিডিও থেকে নেওয়া

নাটোরের সিংড়ায় যুবলীগ নেতার নেতৃত্বে প্রকাশ্যে রামদা নিয়ে মিছিলের ঘটনায় কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। এ ঘটনায় অস্ত্র উদ্ধার কিংবা কাউকে গ্রেপ্তার করা হয়নি। পুলিশ বলছে, কেউ মামলা না করায় গ্রেপ্তার হননি।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম প্রথম আলোকে বলেন, ‘কোনো পক্ষই থানায় মামলা করেনি। এ জন্য কাউকে গ্রেপ্তার করা যায়নি। শুনেছি, তাঁরা মেয়রের সঙ্গে বসে ঘটনার মীমাংসা করে নিয়েছেন।’ অস্ত্র প্রদর্শনের বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।’

সিএনজিচালিত অটোরিকশা মালিক সমিতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে শুক্রবার দুপুরে সিংড়া সদরে রামদাসহ অস্ত্র নিয়ে প্রকাশ্যে মিছিল করেন যুবলীগ ও শ্রমিক লীগের নেতা-কর্মীরা। সিংড়া পৌর যুবলীগের সভাপতি লাবু হাসান ওরফে জনির নেতৃত্বে ওই মিছিল করা হয়। তাঁদের মহড়ায় ভয় পেয়ে সিংড়া উপজেলা সিএনজি মালিক সমিতির সভাপতি সেলিম রেজা ও সাধারণ সম্পাদক রঞ্জু আহমেদ সমিতির কার্যালয় ছেড়ে পালিয়ে যান। পরে মিছিলকারীরা সমিতির কার্যালয় ভাঙচুর করেন।

আজ শনিবার সন্ধ্যায় দুই পক্ষকে পৌরসভায় ডেকে সিএনজি মালিক সমিতি বন্ধের সিদ্ধান্ত দেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জান্নাতুল ফেরদৌস। ওই সিদ্ধান্তের পর অস্ত্র নিয়ে মিছিলকারীরা ওই সমিতির কার্যালয় দখলে নেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আরও পড়ুন

পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস প্রথম আলোকে বলেন, সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ডটি পৌরসভার অধীন। যেহেতু চাঁদা আদায় নিয়ে সমস্যার শুরু, তাই পৌর কর্তৃপক্ষ সমিতির অস্তিত্ব রাখতে চায় না। আজ সন্ধ্যায় উভয় পক্ষকে ডেকে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। রোববার থেকে সিংড়া অটোরিকশা স্ট্যান্ডে কোনো সমিতি থাকবে না। চালকদের মধ্য থেকে প্রতিদিন একজন সিরিয়াল দেওয়ার কাজ করবেন। তাঁর পারিশ্রমিক বাবদ প্রতিটি সিএনজি থেকে ৫-১০ টাকা তোলা হবে। ওই টাকার ভাগ কেউ নেবেন না। অস্ত্র নিয়ে মিছিলের বিষয়ে বলেন, যুবলীগের সভাপতি ও সম্পাদক দেশের বাইরে আছেন। দু-এক দিনের মধ্যে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে যুবলীগকে বলা হয়েছে। তারা ব্যবস্থা না নিলে আওয়ামী লীগ ব্যবস্থা নেবে।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার কার্যালয় ছেড়ে যাওয়ার পর আর সমিতির কার্যালয়ে আসতে পারেননি সিএনজি মালিক সমিতির সভাপতি সেলিম রেজা ও সাধারণ সম্পাদক রঞ্জু আহমেদ। শনিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সমিতি বাতিল করার পর সন্ধ্যা থেকে অস্ত্র প্রদর্শনকারীদের দখলে চলে গেছে ওই কার্যালয়। যুবলীগ নেতা লাবু হাসানের লোকজনকে কার্যালয়ে ঘোরাঘুরি করতে দেখেছেন আশপাশের দোকানিরা।

এ বিষয়ে সিএনজি মালিক সমিতির সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক রঞ্জু আহমেদ ও যুবলীগ নেতা লাবু হাসানের মুঠোফোনে কল করা হলে তাঁরা পরে কথা বলবেন বলে জানান। পরে ফোন করলেও তাঁরা ধরেননি।