পদ্মা সেতুর নিচ থেকে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

লাশ
প্রতীকী ছবি

পদ্মা সেতুর নিচ থেকে নিখোঁজ এক জেলের লাশ উদ্ধার করেছে শিবচর ফায়ার সার্ভিস। রোববার সন্ধ্যায় পদ্মা সেতুর ৩৪ নম্বর পিলারের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।

লাশ উদ্ধার হওয়া ওই জেলের নাম আবুল কালাম মোল্লা (৪০)। তিনি শরীয়তপুরের জাজিরা উপজেলার মাদবরকান্দি এলাকার রহমান মোল্লার ছেলে। গতকাল শনিবার রাতে পদ্মা নদীর শরীয়তপুর অংশে মাছ ধরার ট্রলারের সঙ্গে বালুবোঝাই বাল্কহেডের ধাক্কায় নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়েছিলেন তিনি।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দিবাগত রাত তিনটার দিকে পদ্মা নদীর শরীয়তপুরের জাজিরা এলাকায় মাছ ধরছিল জেলেদের একটি ট্রলার। রাতে বালুবোঝাই একটি বাল্কহেড ট্রলারটিকে ধাক্কা দিলে পাঁচ জেলে নদীতে পড়ে যান। এ সময় সাঁতরে অন্যরা পাড়ে উঠতে সক্ষম হলেও নদীতে তলিয়ে যান আবুল কালাম মোল্লা। তাঁকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের ডুবুরি দল জাজিরা অংশে খোঁজাখুঁজি শুরু করে। সন্ধ্যায় পদ্মা সেতুর ৩৪ নম্বর পিলার-সংলগ্ন পদ্মা নদীতে নিখোঁজ আবুল কালামের মরদেহ দেখতে পান স্থানীয় জেলেরা। সন্ধ্যা ছয়টার দিকে শিবচর ফায়ার সার্ভিসের একটি দল লাশটি উদ্ধার করে।

শিবচর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা তরুণ উর জামান বলেন, নিখোঁজ জেলের লাশটি পদ্মা সেতুর ৩৪ নম্বর পিলারের কাছ থেকে তাঁরা উদ্ধার করেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে মুন্সিগঞ্জের পদ্মা সেতু উত্তর থানা-পুলিশকে বলা হয়েছে। তারা লাশটি স্বজনদের কাছে বুঝিয়ে দেবে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, ‘পদ্মা সেতুর ৩৪ নম্বর পিলার মুন্সিগঞ্জের মধ্যে পড়েছে। উদ্ধার হওয়া লাশটি ওই থানায় হস্তান্তর করেছে ফায়ার সার্ভিস।’